নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শুয়ে পড়ি
জেগে ওঠে আমার অস্তিত্ব,- হারানোর মাঝে
বিশাল এক ছায়া গ্রাস করে নেয় আমাকে
আর আমি চলা শুরু করি
আমার ছায়া একে একে গিলে নেয় পথ,নদী আর জ্যোৎস্না।
সামনে শিব মন্দির
আমার ছায়া মিশে যায় দেবতার পাথুরে শরীরের মাঝ বরাবর
ঈশ্বর চমকে ওঠে
আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে রাখে।
শত সহস্র বছর পরও দেবতার হাত আশীর্বাদ বিলিয়ে দেয়-
সিন্দুরের লাল রঙে
আর আমার অলীক কল্পনায়।
কল্পনাকে পিছনে ফেলে আমার ছায়া চলা শুরু করে
আর আমি অবাক হয়ে ভাবি- আমি বিশ্বাসী
নাকি অবিশ্বাসী।
কষ্টি পাথরের গা বেয়ে নয়, বিশ্বাসের শরীর হতে-
বিষ ঝরে-
রক্ত ঝরে
আর ঈশ্বর ভয় পেয়ে আশ্রয় নেন
ধনীর ভিটাতে।
২| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯
মিথী_মারজান বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
ওমেরা খালা বলেছেন:
ওমেরা
ওমেরা খালার সাথে যোগাযোগ করতে চাইঃ
[email protected]