নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির দরজায়

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪



কেউ জানতো না ছেলেটি দাঁড়িয়ে আছে দরজায়
পলেস্তার খসে পড়া দেয়াল সাক্ষী দেয় প্রাচীনত্বের
কাঠের বিশাল দরজা তাকে ভাসিয়ে রেখেছে আমার কাছে
আমরা দু'জন মুখোমুখি হই
ছেলেটি হাসে,বলে
-এই মাত্র তোমার বাবা বাজার করে এনেছেন।
বাবাকে খুব দেখার ইচ্ছা হলো
ছেলেটি বলে সম্ভব নয়।

আমি চুপ করে দাঁড়িয়ে থাকি রাস্তায়
ছেলেটি দরজার সামনে
রুপা বই বুকে চেপে চলে যায়,
যাওয়ার সময় আড়চোখে ছেলেটিকে দেখে নেয়
ছেলেটি রুপার চলে যাওয়া দেখে,তারপর আমাকে বলে-
রুপারা ভারতে চলে গিয়েছে অনেক আগে।
বুকের মধ্যে অজানা এক অনুভূতি দানা বাঁধে

আমার খুব ইচ্ছা হয় দরজা খুলে বাড়ির ভেতরে যেতে
ছেলেটিকে অনুরোধ করি সরে যাওয়ার জন্যে,
বলি আমার বাবাকে দেখতে দাও।মাকে দেখতে দাও
ছেলেটি হাসে শুধু,আর ঠায় দাঁড়িয়ে থাকে
আমি বুঝতে পারি আমার চোখ ঝাপসা হয়ে আসছে
ছেলেটিও ঝাপসা হতে শুরু করে আর মিশে যায় আমার গোপন অস্তিত্ত্বে।

আমি পা বাড়াই জীবনের পথে।

১৯/১১/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আপনি কবিতাটি ১৯ তারিখে লিখবেন?
কবিতা ভাল লেগেছে।
শুভ কামনা।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৪

রাতুল_শাহ বলেছেন: কবিতাটির মধ্য নস্টালজিক একটা ভাব আছে। আপনার কবিতা আমাকে পানাম নগরে নিয়ে গিয়েছিলো। আমি কোন দরজার সামনো। একটা মেয়ে বই নিয়ে যাচ্ছে, আমার ছেলে বেলার কথা মনে পড়লো।

যাইহোক কবিতাটি ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.