নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ -ঠিক যেন এক দমকা হাওয়া
হঠাৎ পাওয়া ভালোবাসা
কিম্বা শুধুই ভেসে যাওয়া
কূল-কিনারাহীন সাগরে।
ছোট্ট চাওয়া,ছোট্ট পাওয়া
আত্মমগ্ন শিশির ফোঁটা
সব হারিয়ে খুঁজে পাওয়া
কর্ম রথে ছুটে চলা।
সময় সে তো ছুটছে শুধু
আলোও যেমন
তারও ছুটার তাড়া
তাই বুঝি তারা খুবই সুখী,পুড়তে থাকা মোমের মত।
সুখ সে তো লুকিয়ে থাকে কর্মরথের গতির মাঝে,সময় সীমা মেপে
দমকা হাওয়ার পাখার খাঁজে।
১৬/১১/২০১৭undefinedundefined
©somewhere in net ltd.