নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন নয়
বহুদিন পর আবার আসবো তোমার সামনে
সাগরকে যদি জানতে চাও,যদি চিনতে চাও
তবে পাড়ি দিও সাগরে,- ঝড়ের মাঝে
শান্ত সাগর দেখে কি লাভ?
নিরুপদ্রব জীবন বড্ড গতিহীন
বহুদিন পর আবার আসবো তোমার সামনে
বদলে যাওয়া পৃথিবীর ঘ্রাণ নিয়ে,
গন্ধটা কেমন হবে,- কোন এক আজানা পৃথিবীর ঘ্রাণ
তুমি টেনে নিও শ্বাস - বুক ভরে।
ঘড়ির কাঁটা যদি পিছিয়ে নাও,- কয়েক হাজার বছর পিছনে
তুমি লজ্জা পাবে নিজেকে অতীত আয়নায় দেখে
এখন বুঝি লজ্জা লাগেনা-উলঙ্গ বিবেক আয়নায় দেখে
অবশ্য আমার লজ্জা লাগে নিজেকে নিজের আয়নায় দেখে
-কুপমূন্ডকতা দেখে।
একদিন নয়
বহুদিন লেগেছে এই মহাবিশ্ব গড়ে উঠতে
সময়সমুদ্রে ঝড় উঠে আবার থেমেও যায়
আমরা যারা মাঝি,দাঁড় বাই,কখনো ভাসি
কখনোবা ডুবে যাই
আসলে কি তাই?
বহুদিন পর আবার আসবো তোমার সামনে
সময়আগুনে পরিশুদ্ধ হয়ে
ততদিন কে তুমি বসে থাকতে চাইছো জীবনসাগরের পারে?
চাও বুঝি দেখতে- আসলে কি পরিশুদ্ধ হয় মানুষ ; সময়সাগর পাড়ি দেওয়ার পরে।
১৫/১১/২০১৭
২| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: খুব ভালো চেষ্টা।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩
রুলীয়াশাইন বলেছেন: ভালো লাগলো কবিতাটা।দারুন!
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
জাহিদ অনিক বলেছেন:
সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই শেখে। অনেক ভুল ভাঙ্গে। অনেক কাজ যা আগে করেছে অনেক গুরুত্ব দিয়ে তা মনে পড়লে হাসি পায়। নিজের নির্বুদ্ধিতার জন্য হাসি পায়।
তবে আত্মশুদ্ধি হয়ে গেলে ফিরে এলেও আর কাজ হয় না; কেননা first impression is the last impression