নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বুঝি স্বপ্নে,ভারী শ্বাস বলে যায়-
কানে কানে।
শেষ বিকেলের সোনারোদ খেলছে তোমার মুখটায়
আমি দেখি ভালোবাসা খেলে-
ঘরময়।
২৮/১০/২০১৭
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২
সুদীপ কুমার বলেছেন: কল্পনা করুন,আপনি শুয়ে আছেন।পাশে ঘুমিয়ে আছে আপনার প্রেয়সী।নিশ্চিন্তে। নিঃশ্বাসের উঠানামা অনুভব করছেন।এরপর পড়ুন।আবার পড়ুন।সংসারের সুখ অনুভব করার চেষ্টা করুন।
ধন্যবাদ সুন্দর মতামতের জন্যে।
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
আশরাফুল এষ বলেছেন: মোটামোটী ভালো হোয়েছে
০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: খুবই সাদামাঠা। কিছু শব্দের মিলন।
ভাল লেগেছে আমার?
-না।
অনুভবগুলো আরো সুন্দর করে সাজান। নতুন উপস্থাপনায়।
মনে কিছু নিবেন না। এ আমার অভিমত।
যদি একে কবিতা বলেন; তবে এতে কবিতার স্নিগ্ধতা নেই। নেই ঝলক।