নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পেশা

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০




তরতর করে এগিয়ে চলে রাস্তা।পীচ ঢালা ঝকঝকে।আলো ঠিকরে পড়ে।জ্বল জ্বল করে।আর ওই ঝৌলুস চুঁইয়ে টপ টপ করে পড়ে কমিশনের অর্থ।অর্থ যত ছিল কিম্বা আছে শুভংকরের ফাঁকির মাঝে।চিপায় চাপায় লুকিয়ে টপ টপ করে ঝরে পড়ে তাদের হাতে।তারা যারা দুধের মাছি, সেলাই করছে নৌকোর গুলই চুপিচুপি!ক্ষমতার নদীতে ভাসছে কত নৌকো।নৌকো আসে।ভাসে।পৃষ্ঠটান শক্তিতে আরও নৌকো আসে জোয়ারের জলে ভেসে ভেসে।আর চিপায় চাপায় লুকিয়ে থাকা টাকা টুপ টুপ করে ঝরে পড়ে তাদের হাতে।ওদিকে নিঃসঙ্গ এক নৌকো আর নৌকোর মাঝি টানছে তার দাঁড় হেঁইয়ো হেঁইয়ো।

আভিজাত্য কারে বলে?কারে বলে চাকচিক্য?অর্থের ঝলকানিতে চমকায় ঘর।সিঁড়ি।বাথরুম।

এই শহরে তমালের ডালে এসেছে নতুন পাখি।স্বপ্ন দেখে সাত রাজার ধন।তাই করবে সে রাজনীতি।

১৪/১০/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: এই শহরে তমালের ডালে এসেছে নতুন পাখি।স্বপ্ন দেখে সাত রাজার ধন।তাই করবে সে রাজনীতি।


ভাল লিখেছেন।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.