নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবজি ক্ষেতে কৃষকের যত্ন সবজি গাছকে আসস্ত্ব করেনা।বরং তাদের মনে করিয়ে দেয় তাদের বড় করা হচ্ছে তাদের হত্যা করার জন্যে।যেমন ভাবে নিশি রাতে রাতজাগা বাটপার সুশীলগণ রাজনীতির কথা বলেন রাজনীতির গায়ে কলঙ্কলেপন করতে।
বরবটিগুলি কেটে ফেলি টুকরো টুকরো করে।কড়াইয়ের গরম তেলে সবুজ বর্ণের ধ্বংস দেখতে দেখতে মনে পড়ে ঝকঝকে সবজির বাজারদরের কথা।কি আকাশছোঁয়া দাম এক একটির ঢাকার জনাকীর্ণ বাজারে।দাম আর সাধ্য সব সময়ই যেন ব্যস্তানুপাতিক।তবু ভাবলেশহীন ভাবে বাজারে বিকিয়ে যাচ্ছে সবকিছু-চাল,ডিম,মাছ,মাংস।ওদিকে সর্বশান্ত হচ্ছে খামারি।যদিও ক্রেতার পকেট হতে পালিয়ে যাওয়া টাকায় ফুলে-ফেঁপে উঠছে একদল মধ্যস্বত্ত্বভোগী।যেভাবে বেড়ে উঠে আগাছা ফসলের মাঠে।আর রাজনীতির মাঠে অতি দ্রুত বেড়ে উঠে উচ্চ ফলনশীল উঠতি ধনী নেতা।যাদের পকেটে ঝাঁপিয়ে পড়ে হাসিনার সুকৌশলী রাজনীতির সুফলের অফুরন্ত টাকা। কৃষকের মত সত্যিকারের রাজনীতিবিদরাও সর্বশান্ত হতে থাকে রাজনীতির সোনা ফলা ফসলের ক্ষেতে।
বন্যায় ফসল ডুবে যায় যখন ঠিক তখন টাকা আত্মাহুতি দেয় মজুতদারের হাতে।কমিশন চলে যায় উড়ো ঠিকানায়।
কড়াইয়ের তেলে কাটা সবজির মিলনমেলায় রাজনীতির সান্ধ্য সংগীত শোনা যায়।
১২/১০/২০১৭
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬
মলাসইলমুইনা বলেছেন: এই ফটোগুলো দেখেলে বুকের ভেতর চিনচিন করে একটা ব্যাথা কেন জানি জেগে ওঠে সবসময় | দেশের বেশির ভাগ মানুষের চাহিদাতো খুব বেশি ছিল না | খুব অল্প নিয়েই মানুষ কত খুশি হতে পারে আমাদের দেশে ! আমাদের নোংরা রাজনীতি আর রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের মানুষের সেই অল্প ইচ্ছেগুলোও কখনো পূরণ করতে চাননি নিজেদের স্বার্থে | শেইম অন দেম |
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯
সুদীপ কুমার বলেছেন: এই লেখাটি আপনার মন্তব্যের সাথে যায়না।
৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: নিশি রাতে রাতজাগা বাটপার সুশীলগণ রাজনীতির কথা বলেন রাজনীতির গায়ে কলঙ্কলেপন করতে। রাজনীতির মাঠে অতি দ্রুত বেড়ে উঠে উচ্চ ফলনশীল উঠতি ধনী নেতা।যাদের পকেটে ঝাঁপিয়ে পড়ে সুকৌশলী রাজনীতির সুফলের অফুরন্ত টাকা। কৃষকের মত সত্যিকারের রাজনীতিবিদরাও সর্বশান্ত হতে থাকে রাজনীতির সোনা ফলা ফসলের ক্ষেতে।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪১
চাঁদগাজী বলেছেন:
আমি কাউকে রাজনীতি নিয়ে আলাপ করতে শুনি না; মানুষ বিভিন্ন পরিস্হিতির কথা বলছে, তবে সেখানে রাজনীতি নেই।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২
সুদীপ কুমার বলেছেন: আপনার কথার মধ্যে শক্তিশালী কুট কৌশলী রাজনীতি জড়িয়ে আছে।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৩
মলাসইলমুইনা বলেছেন: প্রিয় সুদীপ কুমার : আমার একটা ভাবনা থেকে মন্তব্যটা করেছিলাম | গ্রামের মানুষের এই শাকসবজি আর ফসলগুলোকে আমার যদি ঠিক ভাবে দাম দিয়ে সারা দেশে বিক্রির ব্যবস্থা করতে পারতাম তবে যারা কষ্ট করে এই ফসল/শাক সবজিগুলো উৎপাদন করে তারা ন্যায্য দামটা পেতো আর তাতেই খুশি থাকতো | তাদের উন্নতিও হত | এদের চাহিদাও কিন্তু দুইতলা পাকা বাড়ি, ব্যাংকে বিরাট ব্যালেন্সের চাহিদা না কখনোই | এরা খুব অল্পেই তুষ্ট | এই সহজ মানুষের সহজ দাবিগুলো আমাদের রাজনৈতিক নেতারা নিশ্চিত করতে পারেন নি নানা ব্যর্থতায় | বাংলাদেশের খুবই জেনারেলাইজড একটা গ্রাম শহরের বৈষম্যের কথাই আপনার ফটোটা দেখে আমার মনে এসেছে | আমি কিন্তু বলিনি এটা এই পরিবার সম্পর্কেও সত্যি | সেটা আমি জানি না | এদের হয়তো আরো জমিজমা থাকতে পারে | এরা হয়তো ভালো অবস্থাতেই আছে | সেটা হতেই পারে | আমি এ ভাবনা মাথায় রেখেই আমার আগের মন্তব্যটা করেছি | আপনার যদি মনে হয় সেটা ঠিক না প্লিজ আমার মন্তব্যটা ডিলিট করে দেবেন | এই মন্তব্যটাও | আমি কিছু মনে করবোনা | নো কোশ্চেন আস্কড |
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মতামতের জন্যে।আসলে আমি গদ্য কবিতার উপর চেষ্টা করছি।সমস্যা হচ্ছে পোষ্ট করার সময় লাইন ভেঙ্গে যাচ্ছে তাই প্রতি লাইনে যে জোড় সংখ্যক অক্ষর থাকা উচিত তা থাকছে না।
এই লেখায় সবজির কথাটি পুরোটাই রুপক।দুঃসময়ের রাজনৈতিক নেতারা সুসময়ে পাত্তা পায়না।এই থিম নিয়ে লেখা।আর সবজির দাম?উঠতি পুঁজিবাদী শ্রেণী এমনই হয়।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪
মো: নিজাম গাজী বলেছেন: আপনার লেখাটি দেখে গ্রামের সবজিরনকথা আর সহজ সরল কৃষকদের কথা বড় মনে পরে গেলো। চালিয়ে যান। শুভকামনা।