নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ যাত্রা ছিল বুঝি,-আমাদের, একসাথে।তাই সাথী হয়েছিল অনেকেই।তুমি আমি:আমাদের দীর্ঘযাত্রা।শেষ হবার নয়।কি এক বোঝা টানছি,অথচ তার এতটুকু নেই ওজন।আঁধার ছিল পথে?মেঘ বুঝি কেঁদে ছিল।আর কেঁদে ছিল তারা যারা ছিল পিছে।–বুকফাটা কান্না।শুনছিলে তুমি?আমি?-আমিও তো ছিলাম তোমার সাথে।তুমি ছিলে আমার কাঁধে।তবে নয় তেমনভাবে যেমন করে আমি চড়তাম তোমার কাঁধে সেই শিশুকালে।
কখন যে এলো সে সময়।–বিদায়ের কাল।মাটির দেহ বুঝি আমাদের।তাই চলে গেলে তুমি মাটির কাছে।সব ছেড়ে।সবকিছু ছেড়ে।এরপর?রাত ওই চলে যায়।জীবন সে তো থেমে থাকার নয়।পথ এসে ডাক দেয়,বলে সব হলো শেষ।এবার তবে চলো।সামনে তোমার জীবনের দেনা।মিটিয়ে এসো ।এরপর ফিরো না হয় পিতার কাছে।মাটি হয়ে মিশে যেও তার শরীরের মাঝে।
০৯/১০/২০১৭
©somewhere in net ltd.