নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(এক)
যে কথা এখনও বলতে পারিনি তোমাকে।কথার বুদবুদ ক্রমে বাড়তে থাকে গাণিতিক হারে।আমি অনুভব করি কথার সেই বুদ বুদের নড়াচড়া।ফুলে উঠে আমার উদর।আর আমার মনে পড়ে গল্পের সেই অহংকারি ব্যাঙকে,যার গল্প পড়েছি শিশুকালে পাঠ্যপুস্তকে।ব্যাঙটি নিজেকে ফুলাতে শুরু করে এবং ফেটে যায়। তবে আমি ফেটে যেতে চাইনা।তোমাকে ছেড়ে কেন যাবো?
(দুই)
বলাই হলোনা সেই কথা।ভাবলাম একটা চিঠি লিখবো তোমাকে।সেখানে থাকবে আমার মনের সেই অমোঘ সত্য কথা,যা কিনা নীল কালির মাঝে ডুবে রবে।নীল খাম?বড্ড সেকেলে।তার চেয়ে হলুদ খামে ভালো হবে।বেশ একটা হিমু হিমু ভাব থাকবে।
(তিন)
আমার সেই কথাটি একদিন হারিয়ে গেলো আধো আলো,আধো আঁধারির মাঝে,-বিছানাতে।রতিক্লান্ত শরীর কখন ঘুমিয়ে পড়লো জানতে জানতে আর একটি সূর্য হেসে ফেললো।এরপর রোজ ভাবি বলবো কিন্তু বীর্যপাতের জোয়ারে ভেসেই যেতে থাকলো।
(চার)
৪০০ বছর পর আমার কথাটি মাটি খুঁড়ে বের করে একদল যুবক যারা কিনা শুধু ভালোবাসাকেই খুঁজে বেড়ায়।আর মানুষকে সবুজের মাঝে হারিয়ে যেতে উৎসাহ দেয়।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ,আপনিও ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।