নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরজার মুখে জমে আছে লোকাল বাসে চড়ার মানসিকতা।ঝুলে
থাকা কাপড়ে জমে রয় দিনের সমস্ত সংগ্রাম।দিনগুলি দ্রুতই ঝরিয়ে
ফেলে তার উপর গচ্ছিত সময়সম্পদ। একটা তেলাপোকা আলো হতে সরিয়ে
নেয় নিজেকে।যেভাবে দুঃচিন্তা হতে সরিয়ে নিতে চায় মানুষ নিজেদের।ছবির
উপর আলো গড়িয়ে যায়।এ সব কিছুই অস্তিত্ত সংকটে পড়ে যখন রিংটোন বলে
দেয় - ওটা আপনজনের ফোন। নিঃঙ্গতার মেঘ কেটে যায় আর উজ্জল মূহুর্ত
রঙ্গীনসময় দুলতে থাকে হৃদয়ের সুতোয়।
রাত বাড়িয়ে নেয় তার নিঃসঙ্গপ্রহর।ঢাকা শহরের ইট-পাথরের বনে কুহক বলে
দেয়না এখন রাত্র দ্বিপ্রহর।অভিজাত মোবাইলের স্ক্রীনে সময় বলে দেয় কত হলো
তার বয়স।এক সময় সব আলোই নিভে যায়। বুঁজে আসে চোখ।স্বপ্নের মাঝে হেঁটে
যায় আপনজন - মুখবিহীন।
অন্ধকারে একে একে নেমে আসে তেলাপোকা।খাবার আর যৌনতা টেনে নেয়
তাদের অনাগত বংশধর।আকাশে ঝুলে থাকে নির্লিপ্ত নিঃসঙ্গ চাঁদ।
চাঁদের কোন স্বপ্ন নেই।তাকে কেন্দ্র করে গড়ে উঠে স্বপ্ন সবার। অন্ধকারে শুধু ঝুলে
থাকে একটি কাপড়- দড়ির উপর।অনন্ত কাল ঝুলবে সে? কে রাখতে চায় তার খবর।
০৫/১০/২০১৭
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ অবনি।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৭
অবনি মণি বলেছেন: সুন্দর।