নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারও কাছে কোন প্রত্যাশা নেই
তবুও একত্রিত হওয়া
স্মৃতির ঝুড়ি সাজিয়ে বসা-
এমনই হয় বোধহয়,বহুদিন পর একত্রিত হলে
কচি রঙ আর নেই কারও মুখমন্ডলে
যৌবনের সূর্য ঢলে পড়ছে শরীরআকাশে
কে বড়,কে ছোট
কে নেতা,কে সাধারণ - কোন প্রশ্ন নেই কারওই মনে
শুধু মনের টান,শুধু প্রাণের টান
ছেলেবেলার বন্ধুত্ব সে তো মরণের মত সত্য।
০১/১০/২০১৭
২| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০০
ফেরদৌসা রুহী বলেছেন: বন্ধুত্ব তো এমনি হয়।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার কবিতা।