নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মানবিক বিপর্যয় সৃস্টি করে শত শত মানবিক উদাহরণ
ঠিক যেন অনুর গঠন।
হাতিয়ারগুলি হারিয়ে ফেলে তার চলৎশক্তি
নতুন হাতিয়ারের নগ্ন গায়ে আলোর চকমকি।
সম্পদ কখনও হয়না শেষ
শুধু রুপ বদলায়
যেমন তেল, গ্যাস বদলে যায় ডলারে
ডলার বদলে যায় আরাম আয়েশে।
একজন মেধাবী তরুন আক্ষেপ করে বলছিল- আমার মেধার যোগ্য দাম নেই দেশে
চলো স্বপ্নের দেশে,- আমেরিকায়।
আমি আয়নার সামনে দাঁড়িয়ে
বড্ড খেলো লাগছে নিজেকে
এই মানবতা দরদী সেজে নিজেকে চেনাতে আমাদের সমাজে
আমিও দেশ ছেড়েছিলাম, পাড়ি দিয়েছিলাম আমেরিকায়
আজ আমার উপার্জিত ডলার রুপান্তরিত হচ্ছে মায়া কান্নায়
যদিও কান্নাটা বেরিয়ে আচ্ছে হৃদয়ের গহীন হতে
তাই আয়নার সামনে আমি দাঁড়িয়ে
কি আশ্চর্য আয়নাই আমি নেই।
একটি মানবিক বিপর্যয় পাক খেয়ে যায় আমাকে ঘিরে
১০/০৯/২০১৭
©somewhere in net ltd.