নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মানবতাবাদী নই

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১



আমি হয়তো আপনাদের মত মানবিক নই
তাই আপনাদের প্রচারিত ছবিগুলি দেখে তীব্র বিবমিষা হয়
মনে হয় মানবতার কথা বলে আপনি বিভৎস ছবি প্রচার করছেন নির্দ্বিধায়
তবুও ছবিগুলি দেখি,আর দেখি সত্যের আড়ালে মিথ্যার নির্লজ্জ হাসি।

আমাদের এই দেশে মানুষ আর নেই,সবাই কেমন অমানুষ হয়ে গিয়েছে
এই যেমন ধরুণ কেউ মুসলমান,কেউ হিন্দু, কেউবা বৌদ্ধ
কিম্বা রোহিঙ্গা আর রাখাইন
না,মানুষ আর নেই আমাদের চারপাশে।

আচ্ছা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে কেন?
কেন সেনাবাহিনী নির্বিচারে পুশইন করছে
উচ্ছেদ করছে
ভীত- সন্ত্রস্ত নিরীহ মানুষদের।

আমি অবশ্য রাজনীতিবিদ নই,তাই বুঝিনি নোবেল বিজেতা সূচির মনভোলানো কথা
- আমাদের পরিস্থিতি ঠিক কাশ্মিরের মত,
সন্ত্রাসী আর নিরীহ জনতা পৃথক করা মুশকিল।
তবে সূচি ব্যাখ্যা দেননি,সন্ত্রাসী খুঁজতে কেন গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া
কেন শত শত নিরীহ রোহিঙ্গা হত্যা করা?
তবে কি মায়ানমারের গোয়েন্দাবাহিনী নেই?
কোন তথ্য নেই সন্ত্রাসী কতজন,কারা হামলা করছে টহল চৌকিগুলিতে,কেন করছে?

আমি হয়তো আপনাদের মত মানবিক নই
তাই যখন নেপালী সিনেমার ছবি দেখি আপনার প্রচারনায় ঠিক তখন
তাই যখন শত শত পোড়া আফ্রিকান দেখি আপনার প্রচারনার মাঝে,ঠিক তখন
নিজেকে ধিক্কার দেই
নিজেকে প্রশ্নকরি কেন আমি আপনাদের মত এমন মানবতাবাদী নই।

এই যে সংখ্যালঘু নির্যাতন আমাদের চারপাশে,বাংলাদেশে,ভারতে কিম্বা মায়ানমারে
কেন?
শুধুই কি ধর্মীয় কারণ?
তবে কেন মায়ানমার হতে হিন্দু রোহিঙ্গাদেরও বিতাড়িত করা হচ্ছে
কারা করছে? কেন করছে?

যারা সন্ত্রাসী তারা অস্ত্র পায় কোথায়?
যারা সন্ত্রাসী অর্থ পায় কোথায়?
আমি হয়তো জানি না যে অস্ত্র রাষ্ট্রের নিজস্ব নিয়ন্ত্রনে উৎপাদিত হয়
অস্ত্র রাস্তা-ঘাটে পাওয়া যায় না
অবশ্য আমাদের দেশে পাওয়া যায়
- ত্রাণের আড়ালে সৌদি হতে আসে রোহিঙ্গাদের কাছে
অবশ্য রোহিঙ্গারা ব্যবসা জানে, সেই অস্ত্র বেচে দিয়েছে জামাত- শিবিরের কাছে,
ট্রাক ভর্তি অস্ত্র বেওয়ারিশের মত পড়ে থাকে রাস্তা- ঘাটে।

এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী সবকিছু ফেলে পাড়ি দিচ্ছে অনিশ্চিত সময়ের পথে
তাদের নিয়ে সবাই আজ ব্যবসায় মত্ত হয়েছে- বলতে পারো এ আবার কেমন ব্যবসা
আছে আছে, ব্যবসা আছে,যেমন মানবতার লোক দেখানো ব্যবসা
যেমন সৌদির প্রভাব কমিয়ে আনার তুরস্কিয় ব্যবসা
যেমন মৌলবাদীদের ধর্মীয় ব্যবসার আড়ালে স্বার্থের নির্লজ্জ ব্যবসা
যেমন পাকিস্থানের পুরানো ক্ষত সারানোর ব্যবসা
যেমন মায়ানমারের অর্থনৈতিক জোন গড়ে তোলার ব্যবসা
যেমন দেশীয় পরাজিত শক্তির নিজেকে খুঁজে পাবার ব্যবসা।
এতো সব ব্যবসার আড়ালে ছোট্ট রোহিঙ্গা শিশুটি ক্ষুধার জ্বালায় ছটফট করছে
এতো সব ব্যবসার আড়ালে কিশোরী মেয়েটি ধর্ষিত হচ্ছে
এতো সব ব্যবসার আড়ালে কত রোহিঙ্গা মরে নদীর জলে ভাসছে।

আমি হয়তো মানবতাবাদী নই,তাই রাখাইন-রোহিঙ্গা জাতিগত সমস্যা নজরে আসে
নজরে আসেনা মুসলমান নির্যাতনের
নজরে আসেনা নিরীহ হিন্দু নির্যাতনের
নজরে আসে রোহিঙ্গা ইস্যুতে যত্রতত্র পাহাড় কাটার,গাছ কাটার
আর নজরে আসে বাংলাদেশের অমঙ্গলের।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সত্য বলেছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.