নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা ঘরে এসে বসে যখন,কেউ তারে দেখে কেউ দেখেনা
এ এক অদ্ভুদ অনুভূতি,মরিচীকা কিম্বা ধাঁ ধাঁ।
সে আমাকে বলুক ভালোবাসার কথা
আমি ব্যাকুল হয়ে থাকি “ভালোবাসি” শব্দটি শোনবার জন্যে
বর্ষা এলো,বন্যায় ডুবিয়ে দিলো চারপাশ
অথচ সে এখনও বললোনা,শোন সম্পা আমি ভালোবাসি
আমি ভালোবাসি শুধু তোমাকে।
সেই সাত পাক কবে শেষ হয়েছে,জয় আজও স্বপ্নে
ঘুরে চলেছে ছাদনা তলায়,পেছনে তার সম্পা
ঘুরছে,উলুধ্বনি চলছে,ঢাকের শব্দ,আর অজস্র মানুষের ভীড়ে
শপথ নিচ্ছে-আমরা আমৃত্যু থাকবো এই বাঁধনে।
তবু মন তো চায়,সে বলুক ভালোবাসার কথা,
গল্প ছলে হোক,মিছেমিছি হোক
তবুও বলুক-কেমন আছো তুমি? তোমার শূণ্যতা আমাকে ঘিরে আছে অষ্টেপৃষ্ঠে
জানো,সেদিন স্বপ্নে তুমি এসেছিলে,আমরা দাঁড়িয়ে ছিলাম কুমার নদীর পারে।
জয় হয়তো স্বপ্ন দেখছে,দাঁড়িয়ে আছে নদীর পারে
সম্পার হাত নিয়ে দেখছে, আর নির্জনতা ঘিরে ধরেছে তাদের
জয়ের হৃদয় হতে উচ্চারিত হয়-সম্পা তুমি ভালোবাসো আমায়,শুধু আমায়।
সম্পা কোন কথা বলেনা,জয়ের নয়নে নয়ন মেলায়
আর সেই মুহূর্তে স্থির হয়ে যায় সময়
থেমে যায় সমীরণ,থেমে যায় নদীর গর্জন
শুধু ফুলের ঠিক মাঝে এক ভ্রমর গুনগুনিয়ে উঠে।
এরপর?
ভালোবাসি শব্দটি চলে যায় আড়ালে
আর প্রেম ফিরে আসে দু’জনের গল্পে
স্বরে
কাছে পাওয়ার ব্যকুলতায়
স্পর্শে।
©somewhere in net ltd.