নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্থির জলাশয়ের সাথে নিবিড় এক আত্মিক সম্পর্ক রয়েছে নীরবতার।
জলাশয় স্থির।নির্জন দুপুর। নিঃস্বার্থ ভালবাসা কারে কয়? শুধালাম নীরব প্রকৃতিকে
নীরব সময় বয়ে যায় ক্ষণকাল,যেমন তার নিয়ম।
এই যে আমি,জলাশয়ে দেখছি নিজেকে,আমি কি ভালোবাসতে শিখেছি
প্রকৃতির মত করে, নিঃস্বার্থভাবে?- নীরবতা চেপে বসে মস্তিষ্কে।
"তুমি আমায় ভালোবাস ; নিঃস্বার্থভাবে"?
ধর,একদিন তোমাকে দেবার মত কিছুই অবশিষ্ট থাকবেনা আমার কাছে
না যৌবন,না অর্থ,না কোন ক্ষমতা তোমাকে আগলে রাখার জন্যে,সেইদিন!
ধর,আমি শয্যাশায়ী,আমৃত্যু,বিছানাই আমার ঠিকানা,সেইদিন তোমাকে যদি ডাকি
বলি- দুদন্ড বসো।এসো গল্প করি অতীত নিয়ে।তুমি বসবে আমার পাশে?
সময় কি হবে? তোমার বাহির জগত তোমায় কি টানবে সেই দিন?
আগামীদিনের কথা কে বলতে পারে?- বলা যায়?
তবু নিঃস্পৃহ প্রকৃতি বড্ড নিষ্ঠুরের মত দেখিয়ে দেয় আাগামীদিন
আমরা হয়তো কেউ দেখি,কেউ বা এড়িয়ে যাই
বর্তমানকে আমরা বড্ড বেশী ভালোবাসি।
আকাশে মেঘ জমেছে।বৃষ্টি নামবে বোধহয়।আকাশে নয়,আকাশে নয়,- হৃদয় মাঝে
স্থির জলাশয় স্পন্দিত হয় একফোঁটা চোখের জলে
আবার নিস্তরঙ্গ।নীরবতা ভর করে প্রকৃতির হৃদয়ে।
উদাস প্রকৃতি।চলমান সময় মানেনাকো সুখ,দুঃখ।এগিয়ে যায়
এড়িয়ে যায় আমার প্রশ্ন।
২৪/০৮/২০১৭
©somewhere in net ltd.