নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা মুজিবকে বিক্রির উদ্দেশ্য নিয়ে এসোনা আমাদের কাছে।
তোমারা মুজিবকে বিক্রির উদ্দেশ্য নিয়ে এসোনা সবুজ শ্যামল মাঠে।
তুমি তোমার অক্ষমতা ঢেকে রাখতে মুজিবকে দোকানের পণ্য বানিয়ো না।
মৃত মুজিব তোমার কাছে এসে বলবেনা আর- আমি ক্ষমা করে দিলাম তোদের।
আমরাও ক্ষমা করবোনা তোমাদের।
সবুজ শ্যামল ফসলের মাঠও চুপ থাকবেনা তোমরা জেনে নিও।
কোন একদিন, কোন এক উজ্জল সকালে তোমাদের মানুষ মীরজাফর বলবে।
বলবে খন্দকার মোস্তাক।
তোমরা বাহারী কোট পড়োনা,এটা দেখানোর জন্যে যে-
তোমরা মুজিবকে ভালোবাসো খুুউব।
তোমরা মাথায় মাটির ডালি নিয়ে দেখিয়ো না তোমরা জনগণকে ভালোবাসো খুউব।
তোমরা হৃদয়ে ধারণ করো তাকে।
তোমরা কালো মুজিব কোট পড়ো মুজিবের মত।
তোমরা মুজিবের আদর্শ বিসর্জন দিওনা সীমাহীন লোভ ও লালোসার কাছে।
তোমরা মনে রেখো আমরা সবাই বাতাসের মত, তোমাদের ঘিরে আছি সব সময়।
বতাসকে তালু বন্দী করা যায়না কোন সময়।
০১/০৮/২০১৭
©somewhere in net ltd.