নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

শোকের কবিতা নয়

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:৫৩



যেমন সময় চলে যায়
আবার ফিরেও আসে
ফিরে আসে ভবিষ্যৎ - এর স্বপ্ন নিয়ে,সাথে থাকে অতীত
এই যেমন আগষ্ট ফিরে আসে
ফিরে আসে দুঃসহ স্মৃতি নিয়ে,অসহ্য বেদনার বোঝা নিয়ে।
হায় বোঝা কারা বয়?- মাঠের নিঃস্বার্থ কর্মী আর এক দুঃখী রাজকন্যা

বার বার ফিরে আসে আগষ্ট,মুজিবকে মনে করিয়ে দিতে?
তা নয়,আমার স্মৃতিতে জ্বল জ্বল করে ঘৃনিত মোস্তাক;- খন্দকার মোস্তাক।

মোস্তাকের কি পুনরজন্ম হয়? - বার বার এই দুঃখিনী বাংলায়?
তবে শেখ মুজিব নয় কেন?- কেন? কেন?

কেউ ডুবে আছে টাকা বানানোর নেশায়,কেউবা নারীর নেশায়
মোস্তাক হয়ে কেউ জন্ম নেয়না বাংলাদেশে
রাজনীতিতে থেকে, দল ক্ষমতায় গেলে শত শত মোস্তাক জন্ম নেয়
রাজনীতির বেশ্যাখানায়।

হ্যাঁ,আমি বেশ্যাখানা বলছি
আমি বেশ্যা বলছি
তবে কোন নারীকে অপমান করার জন্য নয়
আমার তীব্র ঘৃণা জানাতে,- তাদের, যারা নারী আর টাকার কাছে আত্মা বিক্রি করেছে গোপনে।

একজন মোস্তাকের জন্ম রাজনীতির বেশ্যা খানায়

০১/০৮/২০১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:০৮

রোকনুজ্জামান খান বলেছেন: প্রসংশের দাবি দার !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.