নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ভালো আছো তুমি

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪





বাংলাদেশকে যদি একবার তাকিয়ে দেখো;-দেখো যদি এর অগ্রযাত্রা,
পদ্মার প্রমত্ত বুকে জেগে উঠা প্রগতির চিহ্ন,দেখো যদি সাধারণ মানুষের পথ চলা,
নির্লিপ্ত,উদাস(?)।আর দেখো একদল চতুরনীতিহীন ধূসরমানব, যারা কিনা ব্যস্ত আখের
গুছিয়ে নিতে এই বাংলায়।অভাব শব্দটি চরিত্র বদলিয়েছে স্ব-ইচ্ছায়।তাই বেড়ে যাওয়া চাউলের
দামে লেগে থাকে মুনাফার কীট।তাই ক্ষমতার মোহনীয় গলিতে সারি সারি পতিতারাজনীতিবিদ।

বাংলাদেশকে দেখো।দেখো সবুজ ফসলের ক্ষেত,রাজপথের মিছিল নয় ,দেখো ভয়াবহ যানজট,
দেখো কৃষির বৈপ্লবিক উথ্থান-ক্ষেতে,খামারে,পুকুরের নীরব জলে।দেখো কিভাবে ঘুঘুমানব ঢুকে
পড়ে দেশাত্মবোধের ভঙ্গুর ছাউনিতে।চেয়ে দেখো একদল কাকের সন্ধ্যা কীর্তন।শোন প্রেতাত্মার
পায়ের আওয়াজ আর শোন ক্ষয়িষ্ণু নীতির কুৎসিত প্রেমের উচ্ছল গান।

বাংলাদেশ। আমার প্রিয় বাংলাদেশ। ভালো আছো তো তুমি?

৩১/০৭/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭

ধুতরার ফুল বলেছেন: বেশ! চমৎকার!

২| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯

তপোবণ বলেছেন: "ক্ষমতার মোহনীয় গলিতে সারি সারি পতিতারাজনীতিবিদ।" দেশের রাজনীতিবিদদের জন্য চমৎকার উপমা। সাদর এবং সম্ভাষণ আপনাকে এই মূল্যবান উক্তিটি ব্যক্ত করায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.