নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

নব্য

২০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১১




প্রতিটি পালা বদলের আগে একদল পঙ্গপাল জন্ম নেয়
যারা তিল তিল করে গড়ে তোলা দূর্গ গুলি গুঁড়িয়ে দিতে সক্ষম।
একদল উঠতি ধনীর কৌশলী প্রচারণায়
হতাশ হয়ে পড়ে মাঠের রোদ পোড়া সবুজ ফসল।

নির্বাচন আসন্ন আমাদের দক্ষিনী দরজায়
কূটকৌশলী কর্মযজ্ঞে মুখরিত নিকষ আঁধারে নিমজ্জিত সূর্য মহল।

একদল আওয়ামী লীগার আছে যারা আওয়ামী লীগার নয়
একদল বঙ্গবন্ধু প্রেমিক আছে যারা বঙ্গবন্ধু প্রেমিক নয়।

বাংলার সবুজ ফসলের ক্ষেতে যদি যাও তবে তুমি দেখতে পাবে একদল পাগল
যদি প্রশ্ন করো তাদের- তোমরা চেনো ওই সকল লীগার
তারা চিৎকার করে উঠবে,বলবে লীগার?
তুমিও বুঝি পাগল আমাদের মতন।

আলখেল্লার নীচে উঠতি ধনির কেলো হাসি দেখতে পাই।

২০/০৭/২০১৭

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আসলে চিড়িয়াখানা খুলেছেন।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: সূক্ষ্ম খোঁচা বুঝবে কি ঐ হাইব্রিডের দল?
নেতার বড়ো নেতা হতে করে কতোই ছল!

ভালো বলেছেন।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বসন্তেরকোকিল সব জুটেছে এখন, এগুলো বাতাস আসার আগেই চিটার মতো উড়ে যাবে!!

সুন্দর বলেছেন কবিতায়। ভালো লাগলো।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.