নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বউ নয় পদ চাই

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬



রঙ্গ ভরা বঙ্গ দেশ ভাই
বউয়ের চেয়ে পদ বড়
টাকা কামাই,এসো ভাই টাকা কামাই।

জানি উপর দিকে নিক্ষিপ্ত থুথু নিজের গায়েই পড়ে
তবু উঠতি ধনীর নির্লজ্জ বেহায়াপনায় লজ্জা লাগে আমার।
নীতি বিবর্জিত একদল যুবক( মগজ পোকায় খাওয়া) প্রাণের সংগঠনকে
কিভাবে টেনে নীচে নামায়,চুপ চাপ বসে দেখি,হায় উদাস মন আমার

টাকা চাই।এসো টাকা কামাই,সংগঠনের সম্পাদক কিম্বা সভাপতি হয়ে
কি উজ্জল ভবিষ্যৎ তাদের! পোড়া কপাল দেশের?

আজ হয়তো দল ক্ষমতায় তাই এদের প্রকাশ্যে পাওয়া যায়
কল্পনা করি কোন এক আঁধার সময়ের
ঠিক তখন একদল মুষ্টিমেয় যুবক সংগঠনকে ভালোবেসে শ্লোগানে শ্লোগানে
মুখরিত করছে রাজপথ- জয় বাংলা।তোমার নেতা, আমার নেতা- শেখ মুজিব।

কিভাবে যেন হারিয়ে যায় সত্যিকারের যোদ্ধারা যুদ্ধের ঠিক পড়েই।

ঘুম ভেঙ্গে যায় দুঃস্বপ্ন দেখে- বিছানায় অজস্র ছাড়পোকা।

রঙ্গ ভরা বঙ্গ দেশ ভাই- বউ প্রয়োজন নেই,পদ চাই।

১৩/০৭/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৩:৪০

সচেতনহ্যাপী বলেছেন: ঘুম ভেঙ্গে যায় দুঃস্বপ্ন দেখে- বিছানায় অজস্র ছাড়পোকা। ভাল লাগার লাইনটি।।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.