নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়নাটি ঝুলছে দেয়াল জুড়ে
আয়নার দিকে তাকাও তোমরা
টিকি দেখা যায় বুঝি
দেখা যায় টুপি।
আয়না ঝুলে আছে দেয়ালে,যেন নির্লিপ্ত যুবক এক।।
পৃথিবীর প্রথম আলো যেদিন মস্তিষ্কে পৌঁছায়
তীব্র চিৎকার করে বলেছিলাম-
খাবার চাই।খাবার।
খাবার আমাকে দিয়েছিল তারা
আর দিয়েছিল এক নাম
আমি জানার আগে
আমি বুঝার আগে
-আমি বদলে যাই একজন হিন্দুতে
মুসলিমে
খৃস্টান অথবা বৌদ্ধে।
আয়নাটি ঝুলছে দেয়াল ঝুড়ে
তাতে এক প্রতিবিম্ব
ধর্ম পরিচয় বিহীন ও কার প্রতিবিম্ব?
০৯/০৭/২০১৭
১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ লেখক ভাই।
২| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
তোমার জন্য মিনতি বলেছেন: অনেক সুন্দর কবিতা। +++++
১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯
হাতুড়ে লেখক বলেছেন: চমৎকার। আয়নার মুখোমুখি হই না হয় একবার।