নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ একজন এসো
কেউ একজন এসো
ইট-পাথরের দুর্ভেদ্য জঙ্গল হতে
ক্রন্দনের আওয়াজ আসছে ধীর লয়ে।
এখানে নাগরিক সকাল নেমে আসে
ব্যস্ততার শৃঙ্খলে আবদ্ধ হয়ে-
ফার্মগেট,বাংলামোটর,ধানমন্ডির জ্যাম হয়ে।
এখানে দিন উড়ে যায় মুখোশ পড়া মধ্যবিত্তের স্বপ্ন ভঙ্গের বেদনায় চেপে
আর সন্ধ্যা নেমে আসে ক্লান্ত অফিস ফেরত জনতার ঘাম বেয়ে।
কেউ একজন এসো
কেউ একজন এসো
দু'হাতে আনন্দ বিলি করতে আবর্জনায় পরিপূর্ণ হৃদয়কে।
এখানে রাত নেমে আসে, না, এখানে রাত নামেনা কখনও
এই শহর জেগে উঠে মধ্যবিত্তের চোখের আড়ালে
এসো কেউ একজন এই ইট-পাথরের স্বপ্নহীন নিরস শহরে
হেমিলিওয়নের বাঁশী হাতে,মানুষগুলিকে স্বপ্নের রাজ্যে নিয়ে যেতে।
০৮/০৭/২০১৭
২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন +
৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৪০
নদীর মোহনা বলেছেন: এসো কেউ একজন এই ইট-পাথরের স্বপ্নহীন নিরস শহরে
হেমিলিওয়নের বাঁশী হাতে,মানুষগুলিকে স্বপ্নের রাজ্যে নিয়ে যেতে।
আসবে কি। নাকি কবির আকুতি আকুতিই থেকে যাবে।
৪| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৬
আকতার আর হোসাইন বলেছেন: এখানে দিন উড়ে যায় মুখোশ পড়া মধ্যবিত্তের
স্বপ্ন ভঙ্গের বেদনায় চেপে
আর সন্ধ্যা নেমে আসে ক্লান্ত অফিস ফেরত
জনতার ঘাম বেয়ে।
প্রশংসা করার মতো লেখা।
কেউ একজন এসো
কেউ একজন এসো
দু'হাতে আনন্দ বিলি করতে আবর্জনায় পরিপূর্ণ
হৃদয়কে।
আসবে কি কেউউ আনন্দ বিলি করতে???
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৭
শাহাদাতঅপোন বলেছেন: আপনি কি ভালো ১ জন ডিজাইনার খুজতেছেন যে সব ধরণের ডিজাইন পারে, এবং তার ৩ বৎসর অভিজ্ঞতা আছে
সে সব ধরণের ডিসাইন পারে
আরো জানতে এইখানে দেখুন