নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক ও ছাত্রের সাক্ষাৎ পর্ব

২৮ শে জুন, ২০১৭ রাত ১২:০৫



আমি তাকে আগেও দেখেছি
দেখেছি সূর্যের আলোর প্রখর উজ্জলতায়
তার চোখের দ্বীপ্তিতে উজ্জল ছিল আমার পথ
হ্যাঁ,উনি আমার শিক্ষক ছিলেন।

আজ শেষ বিকেলের ম্লান আলোয় উনাকে আবার পেলাম পথে
দীর্ঘরোগভোগের শরীর নিয়ে তিনি এলেন সামনে
চোখের প্রখর উজ্জলতা অস্তাচলে
কথা হলো,গল্প হলো
তবে একজন শিক্ষক ও একজন ছাত্রের কথোপকথন নয়
একজন রোগাক্রান্ত বৃদ্ধের সাথে আমার কথা হলো
কথা হলো যাপিত জীবন নিয়ে
কথা হলো সন্তান নিয়ে
কথা হলো- সাফল্যের সংগা নিয়ে।
আর দুজন একমত হলাম এই বিষয়ে আমরা চক্রাকারে
জীবনের প্রতিটি সময়কে পাবো এ পৃথিবীতে-
যৌবনের তেজী অহংকারী সময়কে
মধ্যযৌবনের শান্ত-সৌম্য সময়কে
আর বৃদ্ধ বয়সের শ্রদ্ধা আর ধূসরঅবহেলার সময়কে।

আমি তাকে আগেও পেয়েছি
আমি তাকে আজও পেলাম
বহুদিন পরে- আমার শিক্ষককে।

২৭/০৬/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:২৬

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর লিখেছে কবিতা, ভালো লাগলো ++++++

২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৯

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সুদীপ কুমার বলেছেন: উম্মা!!!উম্মা ভাইয়ুমণিতা!!! এক অঙ্গে কত রুপ বাহে??? কয়টা আইডি নিয়ে খেলছো বাহে??? উম্মা!!! উম্মা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.