নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেতে যেতে কোন একদিন যদি প্রশ্ন জাগে মনে
ওই যে সূর্য,পূর্ব দিগন্তে কেন উঠে প্রতিদিন,কী লাভ তার?
যেতে যেতে কোন একদিন যদি প্রশ্ন জাগে মনে
জীবনভর ছুটছি আমি কার পিছে?-কী লাভ ছুটে?
আমি ডুবে যেতে পারি রুপকথার রাজ্যে কিম্বা ঐশ্বরিক কল্পনার রাজ্যে
কিম্বা বাস্তব যুক্তিবিদ্যার জটিল জগতে,আর ভেসে উঠার পরে সামনে পড়ে
শুধু বিভাজন রেখা-
চিন্তা,যুক্তি,বুদ্ধি আর বিশ্বাসের বিভাজন রেখা।
মৃত নিউরনে অণুজীবের উৎসব,যে উৎসবে নেই চিন্তার বালাই।।
২৪/০৬/২০১৭
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২১
সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।
২| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৮
কানিজ রিনা বলেছেন: পৃথিবী শনি বৃহস্পতি মঙ্গল বুদ শুক্র সেই
সাথে চাঁদ অনেক গুল গ্রহ সুর্যেরই সন্তান
তাই সুর্য ওদের আলো দিয়ে রাখে হয়ত
আয়ুস্কাল আরও লক্ষ লক্ষ বছর সন্তানদের
তাপ আলো বাতাশ দিয়ে নিজের আয়ু ফুরাবে
এই তো সুত্রে পাই। ধন্যবাদ।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২২
সুদীপ কুমার বলেছেন: লেখাটি পড়ার জন্যে আপনাকেও ধন্যবাদ।
৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩৫
বিজন রয় বলেছেন: কোন একটি মৃত্যু থেকে কি আরো একটি জন্মের সূত্রপাত!!!
রুপকথার....... বানানটি ঠিক করে দিলে ভাল হয়।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।বাংলা কী বোর্ড এ বানান সংশোধন করতে পারছি না।
৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লেগেছে
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১৪
তেল আবিব বলেছেন: ওলে আল্লা!!!!!!
ভাইয়ুমণিতা!!!!!
কুতুকুতু ভাইয়ুতা!!!!!
লেখা পড়িয়া আমি মুগ্ধ!
কি রেসিপি চাও ভাইয়ুতা!!!!!!!
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৫
সুদীপ কুমার বলেছেন: নুডলসের তেহারী।মুরগীর নেহারী।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
মৃত নিউরনে অণুজীবের উৎসব,যে উৎসবে নেই চিন্তার বালাই।।