নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মধ্যবিত্ত ট্রেন তুরাগ প্রতিদিন তার ভারী শরীর নিয়ে
যথা সময়ে চলে আসে স্টেশনে।
দূর হতে তার শরীর উপচে পড়া মানুষের ভীড় দেখে
মনে হয়,না আজ আর উঠা যাবেনা ট্রেনে
তারপরও বোধহীন শরীর কিভাবে যেনে ঢুকে যায়
মানুষ কিলবিল করতে থাকা ভীড়ের মাঝে।
শরীরের সাথে শরীরের চিড়ে চ্যাপ্টা সম্পর্ক নিয়ে
চলতে থাকে তুরাগ- কু উ উ ঝিক ঝিক শব্দে।
কামরার ভেতর নিতান্তই ভেতো মধ্যবিত্ত বাঙালি
বিনা টিকিটের যাত্রী
এখানে শরীরে শরীরে কোন ভেদাভেদ নেই
পুরুষ কিম্বা নারী,মুসলিম কিম্বা হিন্দু শরীর
না,কোন বিভাজন রেখা টানা নেই তুরাগে।
শুধুমাত্র নির্দিষ্ট সময়ে ঢাকা যেতে হবে
একটাই লক্ষ্য শরীরগুলোর
এরপর
তুরাগ পৌঁছে যায় কমলাপুরে
আর শরীরগুলো পরিণত হয় মানুষে-
খারাপ মানুষ-
ভালো মানুষ-
হিন্দু মানুষ-
মুসলিম মানুষ।
পরদিন সকালে তুরাগ আবার চলে আসে
আর মানুষগুলো পরিণত হয় শরীরে
কোন বিভাজন রেখা ব্যতিরেকে।
২১/০৬/২০১৭
©somewhere in net ltd.