নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুঘু আর শিয়াল প্রতিটি কোনায় কোনায়
আর আছে গন্ধগোকুল নামক রাত জাগা এক ধরণের বিশ্রী প্রাণী
এদের অবশ্য বনে বাদারে কিম্বা গাছের ডালে পাওয়া যায়না
এদের খুঁজতে হলে তোমাকে যেতে হবে কাওরান বাজারে
এরপর?-খুব সোজা
তাকিয়ে দেখো বহুল প্রচারিত পত্রিকার পাতায় পাতায়
ওদিকে রাত যত বাড়ে টকশো নামক আবর্জনাতে
গন্ধগোকুলেরা আসে নিজ নিজ ধান্দার খোঁজে।
কি আশ্চর্য উনারা এক একজন সর্ববিদ্যা বিশারদ,জ্ঞানের ভান্ডার
উনারা রাজনীতিবিদ নন ,তবে রাজনীতি সবার চাইতে বেশী বোঝেন
উনারা খেলোয়াড় নন,তবে ঘরে বসেই বলে দেন মাশরাফির ভুল কোথায়
উনারা সবাই সর্ববিদ্যা বিশারদ।
হয়তো তুমি চেনো তাদের,-ওই ঘুঘু আর শিয়ালদের
ওই গন্ধগোকুলদের
তারা দলে দলে বেরিয়ে আসে গর্ত হতে,নির্বাচনের আগে আগে
তাদের কথায় টালমাটাল হতে থাকে স্বল্পবুদ্ধির নৌকার যাত্রী সকল
আর কাউয়া,আর হাইব্রীড আওয়ামীলীগার যত আছে বাংলাদেশে।
16/06/2017
২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৮
কানিজ রিনা বলেছেন: ঘুঘু পাখি পড়ের খেতের খাবার সাবার করে
খায়। শিয়াল রাতের আঁধারে মুড়গী চুরি করে।
আর গন্ধগকুল ছোঁচা ডেকচির খাবার খায়
ডেকচির তলার কালি মুখে লাগলেও সমস্যা
নাই। নাম গুল বেশ ভাল দিয়েছেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: গন্ধগোকুল গুলো কখনো জরাগ্রস্থ হয় না। কখনো হতোদ্যম হয় না। যুগে যুগে একই রকম থাকে