নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতির সুফল যদি পেতে চাও
ফসলের বীজগুলির যত্ন নিও
আগাছার বীজগুলি থাকে সুপ্ত অবস্থায়
পরিবেশ পেলে নিজেরে জাগায়।
অপরাজনীতির অপদেবতাগুলি আমাদের চারপাশে ঘুরছে অবিরত
রাজনীতির যত আছে আগাছা আমাদের দ্বারা নির্বাচিত।
তোমার কি নিজের কোনই কাজ নেই
কেন হিসাব কষ রাজনীতির ভাই?
নিজের খেয়ে বনের মোষ কেন তাড়াও
নিজের শত্রু কেন বাড়াও?
এই বাংলাদেশে রাজনীতির ফসলী জমি আগাছায় ভরা
কৃষক কাদের বলি,যাদের দুই নয়নে ধর্মের সুরমা মাখা
আগাছার বীজ দেখো কেমন তার বিস্তৃতি
যেমন আমাদের রাজনীতির রীতি।
ফসলের বীজের করিও যত্ন
উপড়িয়ে ফেলো যত আছে হাইব্রীড রত্ন।
০৮/০৬/২০১৭
১০ ই জুন, ২০১৭ রাত ১২:৪২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ বিজন।
২| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৩
আখেনাটেন বলেছেন: এই বাংলাদেশে রাজনীতির ফসলী জমি আগাছায় ভরা-- এই অাগাছাদের বাড়বাড়ন্তে মূল ফসলই এখন আর ঘরে উঠছে না। তবুও নাকি দেশের মানুষ মহাসুখে আছে। আমাদের সহ্যক্ষমতা আসলেই তীব্র। এই ক্ষমতাটা আমরা যদি জ্ঞান-বিজ্ঞান চর্চায় ব্যয় করতাম, নিশ্চয় তাহলে আমরাও আজকে দক্ষিণ কোরিয়া হতে পারতাম। অাগাছারা নিপাত যাক, জনগণ মুক্তিপাক।
১০ ই জুন, ২০১৭ রাত ১২:৪২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: তোমার কি নিজের কোনই কাজ নেই
কেন হিসাব কষ রাজনীতির ভাই?
নিজের খেয়ে বনের মোষ কেন তাড়াও
নিজের শত্রু কেন বাড়াও?
+++++