নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পশু হাসপাতাল

০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৫





সেদিন বসেছিলাম ডাক্তারের কক্ষে
গল্প ছিল,ছিল হাসি
এর মধ্যে এলো রুগি।

মধ্যবয়সী রুগী,মাথায় চুল কম
বসলো গিয়ে ডাক্তারের সামনে।
যেমন হয়,-ডাক্তার প্রশ্ন করে,তাকে জানতে হবে রুগীর সমস্যা কোথায়
-আপনার সমস্যাগুলি বলুন।
রুগী চুপ।
-চোখে কুয়া কুয়া দেখেন,রোদে বেরুলে?
রুগী চুপ।
আপনার সমস্যা না বললে চিকিৎসা করবো কেমন করে?
রুগী আড়মোড়া ভাঙ্গে,বলে-কত্ত বড় ডাক্তার আপনি,
কত নাম ডাক আপনার !
আমি কিছু বলবোনা,আপনি দেখে চিকিৎসা দিন।
এবার ডাক্তার চুপ।
নীরব সময় কেটে যায়,
চশমা খুলে রাখেন পাশে
এরপর বলেন-আমাদের এখান হতে দুইশো গজ দূরে,পূর্বদিকে আপনি যদি যান
দেখবেন বিশাল এক খোলা মাঠ,আর এক হাসপাতাল
ওখানে গেলে কিছু বলতে হয়না রুগীকে
রুগী দেখে চিকিৎসা দেওয়া হয়।

এরপর হাসি গ্রাস করে নেয় আমাদের।

০৬/০৬/২০১৭



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৯

মানবী বলেছেন: সত্যঘটনা কিনা বুঝতে পারছিনা তবে ডাক্তারের উইট অসাধারণ!! :-)

ধন্যবাদ সুদীপ কুমার।

০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৩৩

সুদীপ কুমার বলেছেন: সত্য ঘটনা।

২| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:৫২

করুণাধারা বলেছেন: ঘটনা আর বর্ণনাভঙ্গি দুটোই মজাদার।

০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৩৪

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.