নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও কখনও তীব্র যুদ্ধ লেগে যায় আলো আর আঁধারের মাঝে
না,কোন বিশেষ রণাঙ্গনে নয়,নয় নৌপথে কিম্বা আকাশ পথে
কোন সৈনিকের রণ হুংকার কিম্বা আর্তচিৎকার শোনা যায়না এ যুদ্ধে
শোনা যায়না বোমারু বিমানের ভয়ংকর গর্জন,আগুনের লেলিহান শিখায়
দেখতে পাওয়া যায়না ধ্বংস স্তুপ,বিধ্বস্ত শহর বন্দর।
তবুও এই যুদ্ধ সংঘঠিত হয় সভ্য(?) সমাজে
যুদ্ধ সংঘঠিত হয় পত্রিকার পাতায় পাতায়
বুদ্ধিজীবিদের সুকৌশলী কথা বার্তায়,স্বার্থের ঘৃণিত কৌশলী ব্যবহারে
বিবেক-বুদ্ধির জলাঞ্জলীতে,দল বদলের চৌকষ খেলায়,রাজনীতির মারপ্যাঁচে
ধর্মের ঘৃণিত নোংরা ব্যবহারে,মানুষের বিবেক বর্জনের খোলা ময়দানে।
এই যুদ্ধ সংগঠিত হতে থাকে সবার অলক্ষ্যে,সংস্কৃতির গভীরে,মানুষের মননে।
আমি একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি,যেখানে মৃত ঘোষনা করা হয়েছে মানুষের বিবেক
আর বিজয়ীর বেশে পতাকা হাতে দাঁড়িয়ে আছে স্বার্থ।–মানুষের নিজ নিজ স্বার্থ……………
০৩/০৬/২০১৭
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব বাস্তবিক কথা গুলো।
কষ্টের কথা গুলো।
আপনি বলতে পেরেছেন সুন্দর করে।
শুভকামনা জানবেন।