নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
কি সুমধুর সুর আযানের ওই প্রত্যুষে
পাখির সুমিষ্ট কলরব-
“পাখি সব করে রব
রাতির পোহাইলো”,
কোন শিশু ঘুমে
কোন শিশু দল বেঁধে আমপাড়া পড়ে।
২
তোমার মস্তিষ্কে কবরের নীরবতা
আর সেই নীরবতায় ঝড় বইছে ঝড়
রাসায়নিক ঝড়-ডোপামিন,সেরোটনিন ঝড়।
ঝড় বইছে শান্তির
ঝড় বইছে যুদ্ধের।
৩
বঞ্চনার কষ্ট তাদের পথ দেখিয়ে দেয়-
ওই সামনে,এই দুনিয়ার বাহিরে তোমাদের পুরস্কৃত করা হবে।
কঠোর নিয়মে যাপিত জীবন
আর মস্তিষ্কে খেলা করে ডোপামিন,সেরোটনিন।
৪
চারপাশে চরম বৈষম্য বিরাজিত
শিক্ষার বৈষম্য
অর্থের বৈষম্য
ভালোবাসার বৈষম্য
চিন্তার বৈষম্য
বিনোদনের বৈষম্য
৫
প্রকৃতিতে কোন বৈষম্য আছে কি?
জন্ম কিম্বা মৃত্যু
ধ্বংস কিম্বা সৃষ্টি।
৬
আমরা দোষ দেই ধর্মের
আর মানুষের।
৭
একটি মসজিদ,একটি মন্দির ,একটি গির্জা
ইট-পাথরের তৈরি
আর আমাদের মস্তিষ্কে কবরের নীরবতা
আর সেখানে চলছে নীরব রাসায়নিক খেলা।
২৬/০৫/২০১৭
০৩ রা জুন, ২০১৭ রাত ১২:০৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ,সুচিন্তিত মতবাদের জন্যে।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:১৫
নাগরিক কবি বলেছেন: ৫ - সুন্দর, ৭- আরো ভাল হতে পারত ( ব্যক্তিগত মতবাদ)
সব মিলিয়ে সুন্দর