নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলতে নেই কখনও,লড়াই করো শেষ পর্যন্ত
বলতো,মৃত্যু কি সমাপ্তি রেখা নয় ? আর লড়াই বেঁচে থাকার প্রেরণা
লড়তে লড়তে এক সময় যদি তুমি দাঁড়িয়ে যাও,- শেষ প্রান্তে
তেপান্তরের মাঠে, যেখান হতে শুরু ধূ ধূ মরু আর চির নীরবতা,- মৃত্যু, মৃত্যু।
নেই,কোন লাভ নেই,লড়াই বিহীন জীবন কাটানোতে,জীবন অর্থ লড়াই।
ইশারায় তোমাকে বলছে ঈশ্বর,মানব জন্ম শুধুমাত্র লড়াইয়ের জন্যেই।
৩০/০৫/২০১৭
৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ফয়েজ ভাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: জীবন সংগ্রাম নিয়ে অল্প কথায় সুন্দর ফুটিয়ে তুলেছেন।