নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটি আত্মহত্যা করেনি,প্রতিবাদ জানিয়েছে
বিচার চেয়েছে,- যে অন্যায় করা হয়েছে তার প্রতি
তার জন্যে।
সবাই হুমড়ি খেয়ে পড়লো রসালো খবরের রসের উপর
বেশ গা গরম করা খবর উড়তে শুরু করলো পত্রিকার পাতায়
গা গরম হবেনা কেন? - যৌন উদ্দিপক খবর।
ধর্ষণ শব্দটাতে একটি অন্যরকম জোস আছে,যেমন বলা যায়
প্রতিবাদ জানিয়ে নিজেকে সৎ প্রমাণ করা যায়
প্রমাণ করা যায় আমি একজন নারীবাদী,অন্যায় দেখলে রুখে দাঁড়াই
যদিও নিরালায় আমিও স্বমেহনকারী,
রাস্তায় নারীর পশ্চাৎদেশ দেখে পুলকিত হই, সুডৌল স্তনে চোখ ডানা ঝাপটায়।
বহু পুরোনো ঐতিহ্য ঘিরে আছে আমাদের
আমাদের সমাজকে
তাই হয়তো একাত্তর পরবর্তী ধর্ষিতাদের স্থান হয়নি এই সমাজে।
ইন্দ্র কি ধর্ষণ করেছিল অহল্যাকে?
কেন শাস্তি পেতে হলো অহল্যাকে?
ইন্দ্র নয় কেন?
মিথ,ধর্ম,সমাজ ব্যবস্থা মিলে মিশে একাকার।
কেন মেয়ে তুমি একা গিয়েছিলে পুরুষের কাছে?
কেন মেয়ে তোমার পোষাক আমার মনে কামনার উদ্রেক করে?
যদিও পশুদের কোন পোষাক নেই
উন্মুক্ত যোনী নিয়ে পুরুষটির পাশেই দাঁড়িয়ে আছে
তথাপি পুরুষ পশুটির মনে নেই কোন যৌন ইচ্ছা!
পোষাক,একাকী নারী কোন অজুহাত নয় ধর্ষণের।
মেয়েটি প্রতিবাদ করেছে,সে জানিয়েছে সে ধর্ষিত হয়েছে
আমার মাঝের সিংহ পুরুষ ঝাঁপিয়ে পড়েছে এ অন্যায়ের প্রতিবাদে।
ভাল, খুব ভাল।
এরপর সূর্যের প্রখর তাপে মাটি ফেটে চৌচির হতে থাকবে
ভরা বর্ষায় পূর্ণিমার চাঁদকে মায়াবী মনে হবে সবার কাছে
কিন্তু ওই ধর্ষিতার কাছে কোন সিংহ পুরুষ এসে জানাবে-
আমি ভালবাসি তোমায়,শুধু তোমায়।
এই বাংলায় অহল্যারা জন্মে শুধু পাথরে পরিণত হওয়ার জন্যে।
২৩/০৫/২০১৭
২৪ শে মে, ২০১৭ রাত ১১:৫৭
সুদীপ কুমার বলেছেন: অবশ্যই আছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৭ রাত ২:৪১
সচেতনহ্যাপী বলেছেন: অহল্যাদের দ্বিতীয় পথ অবশ্যই আছে!!