নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে নভোমণি,সদয় হও তুমি, সদয় হও।
নিজেরে করোনা অনাবৃত,বেহায়ার মত।
তোমার দাবদাহে পুড়ছে বাংলা।এই বাংলা।
ঘামছে যারা তোমার তাপে-ওই বাচ্চা,
ওই শ্রমিক, কৃষক আর সাধারণ।
করোনা, করোনা তুমি শক্তির প্রদর্শন-
নির্লজ্জের মতন।করোনা প্রদর্শন।
তীব্র তাপ।তাপের দংশন। তার
বিষে হাঁসফাঁস করে যারা,
সদয় হও,সদয় হও একবার।
তুমি তাদের উপর সদয় হও, অবুঝ যারা;
যারা কাটছে বৃক্ষ হরহামেশা।
আর ওই ইবলিশ,যারা সভ্যতার নামে
ধ্বংস করে এই সবুজ পৃথিবী,তাদের উপর।
ক্ষমা কর,ক্ষমা কর আমাদের।
অবুঝ যারা বুঝিবার ক্ষমতা তুমি দাও।
ওহে নভোমণি, এবার তুমি,সদয় হও।
২৩/০৫/২০১৫
©somewhere in net ltd.