নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

স্মরণ

১৯ শে মে, ২০১৭ সকাল ১১:২৮



বুনো ভাঁট ফুলের নিঃসঙ্গ সৌন্দর্য আমাকে
স্মরণ করিয়ে দেয় তোমার মায়াবী মুখ
নির্বাক ছলছল চাহনী
জানি-
বহতা নদীর মত ভালোবাসা বয়ে যাচ্ছে দুটি হৃদয়ের মাঝে।

কোন এক মুহূর্তবিকেল আর নরসুন্দার বিলাসী ঢেউ
আমার হৃদয়ে এসে আছড়ে পড়ে অনবরত
আর ঠিক তখন আমার উদাস মনে আছড়ে পড় তুমি
ভালোবাসা বুঝি বহতা নদীর ঢেউ
অনবরত আছড়ে পড়ে হৃদয়মনিকোঠায়।

একদিন সাগর ডেকেছিল,বলেছিল এসো, শোন গর্জন,- বাতাসের
শোঁ শোঁ শোঁ শোঁ
যেন কেউ ডেকে বলছে- আমায় ভালোবাসো,শুধু আমায়,আমায়।

জ্যোৎস্না যেভাবে জড়িয়ে ধরে রাতকে
ঠিক তেমন করে তোমার ভালোবাসা জড়িয়ে আছে আমাকে।

বুনো ভাঁটফুলের নিঃসঙ্গ সৌন্দর্য আমাকে
বলছে তোমার কথা, ভালোবাসার কথা,আমাদের ভালোবাসার কথা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:২৪

সালমান মাহফুজ বলেছেন: চমৎকার চিত্রকল্পের সমাবেশে একটা নিটোল সহজ আবেগের বহিঃপ্রকাশ ।
ভালোলাগা রইল কবিতার প্রতি ।

২১ শে মে, ২০১৭ রাত ১২:০০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.