নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও কখনও নিঃসঙ্গতা ভর করে আমার উপর
আর আমি তোমার বুকে এসে দাঁড়াই
তোমাকে দেখি,আকাশ দেখি
শেষ বিকেলের ম্লান আলোয় সূর্যকে দেখি
দেখি আহার অন্বেষণে ব্যস্ত চিলের দল
জারুল ফুলের মায়াবী রুপের অপূর্ব ঝলক।
কখনও কখনও নিঃসঙ্গতা ভর করে আমার উপর
আর আমি তোমার কাছে ছুটে আসি একাকী
চুপ করে বসি,তোমার পাশে, ভাবি নিজের কথা
ভাবি আপনজনের কথা।
কখনও কখনও নিঃসঙ্গতা ভর করে আমার উপর
আর আমি তোমার ঠিক মাঝখানে এসে দাঁড়াই
এই সেতুর উপর দাঁড়িয়ে,তোমায় দেখতে থাকি
আর ভাবি,তুমি নরসুন্দা,তুমিও কি নিসঙ্গ আমার মত
তুমিও কি আবেগ তাড়িত হও
তুমিও কি ভালবাস
তুমিও কি ধারণ করো কর্তব্য?
শেষ বিকেলের আলোয় বড্ড নিঃসঙ্গ তুমি নরসুন্দা
শেষ বিকেলের আলোয় নিঃসঙ্গতা ঘিরে ধরে আমায়
এই ইটনায়।
১৭/০৫/২০১৭
১৮ ই মে, ২০১৭ রাত ১০:৩৯
সুদীপ কুমার বলেছেন: সতত ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৭ ভোর ৪:৪৩
কানিজ রিনা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ।