নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের কন্ঠস্বর,দরদী কন্ঠস্বর আমার কানে ভেসে আসছে
বাড়ির সামনে তারা বসে আছে,আমার গল্প তারা চায় শুনতে
আহ,আমার গল্প,-তাদের কাছে বিক্রয়ের দ্রব্য !
পত্রিকার পাতায় অক্ষরের ফাঁদে ধরা পড়বে –
তারা কতজন ছিল
কে আগে শুরু করেছিল
আমার কোন অঙ্গে আগে হাত দিয়েছিল ?
যদিও পত্রিকার প্রচার সংখ্যা বাড়ানোর জন্যে এই লিখা আমি পড়বো না
তবে দিব্য চোখে আমি দেখতে পাচ্ছি –একদল পুরুষ লেখাটি পড়ছে
-একদল নারীও (যারা মানসিক ভাবে পুরুষ) লেখাটি পড়ছে,-নিভৃতে।
এবং পড়তে পড়তে পুরুষটির পুরুষাঙ্গটি ফুলে উঠছে,(-ক্রোধে কি ?)
নারীটির যোনীদ্বার রসে সিক্ত হচ্ছে (শব্দের সোহাগে)।
পুরুষ কখন মানুষ হয় ?কিম্বা ভাই ? অথবা পিতা?
আর নারী কখন রুপান্তরিত হয় পুরুষে,-মানুষ নয় ?
আমার হাতে একটি শুকনো পরিত্যক্ত পত্র,কোন একদিন সজীব ছিল
আঁধার ঘনিয়ে আসছে চারপাশে,দৃস্টি ঝাপসা হয়ে আসে
তাদের পৌরোষদিপ্ত (?) শব্দ বাতাসে ভাসছে।
প্রথমে ভয় আমাকে গ্রাস করে নেয়
অতঃপর তীব্র ব্যাথা
এক সময় ভয় কেটে যায়
আর ব্যাথা ?- আমরা তো মায়ের জাতি,অসম্ভব সহ্য ক্ষমতা।
ক্ষত শুকিয়ে যাবে জানি,কিন্তু এই বর্বর সময় আমি ভুলতে পারবো কি ?
কাপড় ঠিক-ঠাক করতে করতে ভাবি পিতার কথা
আমার প্রাণপ্রিয় পিতা ,যখন জানবে,পারবে কি সহ্য করতে ?
আঁধারের বন্যতা বিলীন হয়ে যায় দিনের আলোয়
কিন্তু আমার ধর্ষণসময় শেষ হবে কখন ?
আজ আমি ধর্ষিত হচ্ছি সমাজের চিন্তায়,ভাবনায়
আজ আমি ধর্ষিত হচ্ছি পত্রিকার পাতায়
আজ আমি ধর্ষিত হচ্ছি আইনজ্ঞের কথায়,যুক্তিতে
আজ আমি ধর্ষিত হচ্ছি তথাকথিত নারীবাদীদের আন্দোলনে
আজ আমি ধর্ষিত হচ্ছি নারী বিপ্লবীদের বিপ্লবী কথায়।
আমি থুথু দেই সমাজের তেলতেলে মুখে
আমি আগুনে পোড়াতে চাই পত্রিকার পাতা
আমি খুলে দিতে চাই বিচারালয়ের চোখে বাঁধা আঁধারকালো কাপড়
আমি লাথি মারি তথাকথিত ভণ্ড প্রগতিবাদীদের মুখে।
আমি শুধু বিচার চাই আমার উপর সংঘটিত অপরাধের।
১২/০৫/২০১৭
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৭ রাত ১১:৫৮
কাল্পনিক হিমু বলেছেন: ধন্যবাদ এতো সুন্দর করে লেখার জন্য