নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচমকাই চাবিটি এলো হাতে
দেখলাম তারে ঘুরিয়ে ফিরিয়ে
কত ছোট!
আমার কাছে কোন সম্পদ নেই
যার নিরাপত্তা প্রয়োজন
ঈশ্বর নীচে নেমে এলেন
আর বললেন-
ওই চাবিটি আমার প্রয়োজন।
হাত বদল হয়ে গেলো চাবির
আমার একটি ঘর ছিল
ঘরে তালা লাগিয়েছে কেউ
কেন?
দীর্ঘদিন ছিলাম না এই ঘরে, তাই।
আমি ঈশ্বরের কাছে চাইলাম-
আমার এখন চাবি প্রয়োজন।
ঈশ্বর শুধুই মৃদ হাসলেন।
সেই হতে আমি দরজার বাহিরে দাঁড়ানো
১১/০৫/২০১৭
১১ ই মে, ২০১৭ রাত ১০:১৭
সুদীপ কুমার বলেছেন: সময় চলে গেলে পড়ে থাকে শূণ্যতা।
২| ১১ ই মে, ২০১৭ রাত ১০:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা, অনন্ত-চিন্তাশীল। ভালো লাগলো ভাই।
শুভকামনা আপনার জন্য
১১ ই মে, ২০১৭ রাত ১০:১৭
সুদীপ কুমার বলেছেন: সতত ভাললাগা।
৩| ১২ ই মে, ২০১৭ বিকাল ৪:২৯
কানিজ রিনা বলেছেন: আমি হলেম জম্ম কানা না পাই দেখিতে।
আমার ঘরের চাবী পরের হাতে।
আপন ঘরে বুঝাই সোনা পরে করে
লেনা দেনা। রাজি হলেম দারোয়ানী
দ্বার খুলে দিলেন তিনি তারে বা কই
চিনি শুনি বেড়াই কুপথে। না পাই
দেখিতে ও মন না পাই দেখিতে। লালন,
১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সুদীপ কুমার বলেছেন: এখানে চাবি হলো সময়।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৭ রাত ৯:৪৭
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর, চাবি একবার ফেরত গেলে আর আসে না।।