নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি নদী সতত প্রবাহিত
কোথায় তার উৎস
সতত বয়ে নেয় দুঃখ আমার
সতত বয়ে নেয় সুখ আমার।
সাগরে বিলীন হতে নয়
একটি নদী খুঁজে চলে তার উৎস
সতত প্রবাহিত কষ্টের নীল স্রোত
তাকে ধাবিত করে উৎস অভিমুখে
একটি নদী বয়ে যায় অনন্তকাল
ঋতুর পরিবর্তন তাকে কষ্ট দেয় চিরকাল
ক্রমশঃ ক্ষীণ ধারার নদী জানেনা কি তার পরিণতি
তবু বয়ে যায়,বয়ে যাওয়া তার নিয়তি।
একটি নদীর জন্ম ইতিহাস লেখা রয়
এক বিরহীর হৃদয় গাঁথায়।
একটি নদী,- দুঃখের নদী
বইছে সতত,আমার হৃদয় মাঝে
১০/০৫/২০১৭
১১ ই মে, ২০১৭ রাত ১০:১৪
সুদীপ কুমার বলেছেন: শুভকামনা নয়ন।
২| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:০৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা্
১১ ই মে, ২০১৭ রাত ১০:১৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৭ রাত ১:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগা রইল।
শুভকামনা রইল।