নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রমশ ছোট হয়ে আসে পৃথিবী।নিজেই নিজেকে করি বন্দী।
এরপর ক্রমাগত পাথর জমতে থাকে মনের গভীরে।
টিকিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা আর বেঁচে থাকার ক্লান্তিকর লড়াইয়ে
একবিন্দু আলো আশার প্রদীপ হয়ে জ্বলে- আরও একবার লড়াই করা যেতে পারে।
লড়াইটা কি একতরফা? কেন এ লড়াই?- কর্ম?
তবে ফল? উল্টিয়ে যাই গীতার পাতা।
মাঝে মাঝে মনে হয় এ যেন ফাঁসি কাষ্ঠ,যার জল্লাদ আমি,
যার আসামীও আমি। যার নির্দেশ দাতাও আমি।
সাদা রুমাল উড়ছে বাতাসের মাঝে।
তারপর?- এক ঝলক আলো, একঝাঁক বলাকা
উড়ছে। উড়ছে।উড়ছে। উড়ছে।
তোমাদের মাঝে আবার ফিরে আসবো আমি
তোমাদের গল্পে।তোমাদের স্মরণে।
০২/০৫/২০১৭
০৩ রা মে, ২০১৭ রাত ১১:২৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ নয়ন।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন কবিতা, ভালো লাগলো।
শুভকামনা রইল দাদা।