নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরীর,আমার এই শরীর,সব কিছু স্মরণ আছে তার
কিভাবে উত্তপ্ত হও তুমি,কিভাবে ডানা মেলেছিল ওই শরীর
সব,সবকিছু।
টুপ টুপ বৃষ্টি একটানা পড়ছিল চালের উপর
আর দুইটি শরীর,তোমার আমার
একটু একটু করে মিশে যাচ্ছিল পরস্পরের সাথে।
শরীর, আমার শরীর,মনে রাখে সব,- সব আদর
তোমার স্পর্শ,আবেগী শব্দ- তোমার গলার।
ভালবাসা? হ্যাঁ ভালবাসাও রেখেছে মনে, এই শরীর
তুমি, তোমার শরীর যখন অভিনয়ে মেতে ছিল এই শরীরে
সেটাও রেখেছে মনে সে।
শরীর, আমার এই শরীর চায় নিরবিচ্ছিন্ন ভালবাসার উত্তাপ।।
০১/০৫/২০১৭
০২ রা মে, ২০১৭ রাত ১১:২২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ কবি।
২| ০২ রা মে, ২০১৭ রাত ৩:৫৩
মহেড়া বলেছেন: তুমি, তোমার শরীর যখন অভিনয়ে মেতে ছিল এই শরীরে
সেটাও রেখেছে মনে সে
............................ মারাত্বক বটে।
০২ রা মে, ২০১৭ রাত ১১:২২
সুদীপ কুমার বলেছেন: আসলেও সাংঘাতিক ব্যাপার।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৭ রাত ২:৪৫
নাগরিক কবি বলেছেন: সুন্দর।