নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
উপুড় হয়ে পড়ে থাকা মার্কিন অর্থনীতি
আবার গা ঝাড়া দেয়-
ডলারের তেজি ভাব,পৃথিবীর শ্বাসতন্ত্র চেপে ধরে।
আমি শান্তির কথা বলতে এখানে আসিনি
আমি চাই সবুজ পৃথিবী সবুজ থাকুক।
২
পশ্চিমা গণমাধ্যমের পরতে পরতে লুকিয়ে থাকে
মার্কিন ছলচাতুরী-
দ্রৌপদী নেই তাই বস্ত্র হরণ নয়
পশ্চিমা গণমাধ্যম হরণ করে চরিত্র।
আমি এখনও স্মরণ করতে পারি-সাদ্দাম হোসেন নামের একন জাতীয়তাবাদী নেতাকে।
ওহ,সাম্রাজ্যবাদ,মার্কিন সাম্রাজ্যবাদ।–এর শেষ কোথায়?
৩
“মার্কিন জনগণকে আমি সন্মান জানাই
কিন্তু ওদেশের সরকারকে নয়
কারণ তারা আমার জনগণকে হত্যা করার জন্যে
পাকিস্থানকে অস্ত্র দিয়েছে”।।-
ইতিহাসের গভীর হতে উঠে আসে শেখ মুজিবের কন্ঠস্বর।
৪
পুতুল রাজা যায়,পুতুল রাজা আসে
মার্কিন সরকারের চরিত্র একই থাকে-
একই থাকে তাদের সাম্রাজ্যবাদী চরিত্র-
একই থাকে তাদের ভয়ংকর যুদ্ধ নীতি।
৫
এসো আমরা সকলে যুদ্ধ যুদ্ধ খেলা খেলি
যেন তৈরি হয় অস্ত্রের লোভনীয় বাজার
সুপার মুনাফা চলে যাক বেনিয়াদের হাতে।
৬
আমাদের দৃস্টি সীমায় হিরোশিমা
আমাদের দৃস্টি সীমায় নাগাসাকি
আমাদের দৃস্টি সীমায় ইরাক
সিরিয়া,আফগানিস্থান।
তবুও আমরা ভুলে যাই
আমরা ভুলে যাই শিশুর মৃত্যু
যাকে মার্কিন সাম্রাজ্যবাদ বলে-“কোলেটারাল ডেমেজ”
নিরীহ মানুষ হত্যার কাব্যিক নাম।
৭
আমি যোদ্ধা নই
আমার নেই পারমানবিক অস্ত্র ভান্ডার
তবে আমার একটি মন আছে
সেই মনে থরে থরে সজ্জিত আছে শুধুই ঘৃণা
মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।
২৭/০৪/২০১৭
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯
সুদীপ কুমার বলেছেন: সতত শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় মুগ্ধতা আর ভালোবাসা রেখে গেলাম।
কবির জন্য শুভকামনা রইল