নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

তাদের জন্যে শুধুই ঘৃণা

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭



উপুড় হয়ে পড়ে থাকা মার্কিন অর্থনীতি
আবার গা ঝাড়া দেয়-
ডলারের তেজি ভাব,পৃথিবীর শ্বাসতন্ত্র চেপে ধরে।

আমি শান্তির কথা বলতে এখানে আসিনি
আমি চাই সবুজ পৃথিবী সবুজ থাকুক।

পশ্চিমা গণমাধ্যমের পরতে পরতে লুকিয়ে থাকে
মার্কিন ছলচাতুরী-
দ্রৌপদী নেই তাই বস্ত্র হরণ নয়
পশ্চিমা গণমাধ্যম হরণ করে চরিত্র।
আমি এখনও স্মরণ করতে পারি-সাদ্দাম হোসেন নামের একন জাতীয়তাবাদী নেতাকে।
ওহ,সাম্রাজ্যবাদ,মার্কিন সাম্রাজ্যবাদ।–এর শেষ কোথায়?

“মার্কিন জনগণকে আমি সন্মান জানাই
কিন্তু ওদেশের সরকারকে নয়
কারণ তারা আমার জনগণকে হত্যা করার জন্যে
পাকিস্থানকে অস্ত্র দিয়েছে”।।-
ইতিহাসের গভীর হতে উঠে আসে শেখ মুজিবের কন্ঠস্বর।

পুতুল রাজা যায়,পুতুল রাজা আসে
মার্কিন সরকারের চরিত্র একই থাকে-
একই থাকে তাদের সাম্রাজ্যবাদী চরিত্র-
একই থাকে তাদের ভয়ংকর যুদ্ধ নীতি।

এসো আমরা সকলে যুদ্ধ যুদ্ধ খেলা খেলি
যেন তৈরি হয় অস্ত্রের লোভনীয় বাজার
সুপার মুনাফা চলে যাক বেনিয়াদের হাতে।

আমাদের দৃস্টি সীমায় হিরোশিমা
আমাদের দৃস্টি সীমায় নাগাসাকি
আমাদের দৃস্টি সীমায় ইরাক
সিরিয়া,আফগানিস্থান।
তবুও আমরা ভুলে যাই
আমরা ভুলে যাই শিশুর মৃত্যু
যাকে মার্কিন সাম্রাজ্যবাদ বলে-“কোলেটারাল ডেমেজ”
নিরীহ মানুষ হত্যার কাব্যিক নাম।

আমি যোদ্ধা নই
আমার নেই পারমানবিক অস্ত্র ভান্ডার
তবে আমার একটি মন আছে
সেই মনে থরে থরে সজ্জিত আছে শুধুই ঘৃণা
মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।

২৭/০৪/২০১৭






মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় মুগ্ধতা আর ভালোবাসা রেখে গেলাম।
কবির জন্য শুভকামনা রইল

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

সুদীপ কুমার বলেছেন: সতত শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.