নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি আবার খুঁজে পাবো নীল আকাশ
আমার হৃদয়ে
একদিন তুমিও খু্ঁজে পাবে নীল আকাশ
তোমার হৃদয়ে।
জানি কোন একদিন মেঘ জমবে সেই আকাশে
কল্পনা করি বজ্রপাতের
কল্পনা কর বজ্রপাতের।
মেঘে ঢেকে যায় যে আকাশ
তাকে কি বলে ডাকবে বলো?
পরিবর্তন খুবই স্বাভাবিক
আর পৃথিবীও মেনে নেয় সব পরিবর্তন।
তোমার আকাশে যদি পাও নতুন বলাকা
তাকে উড়তে দিও নিশ্চিন্তে
আমার আকাশে যদি পাখা মেলে নতুন বলাকা
তাকেও স্বাগতম জানিও।
ভাল থেকো তুমি অন্য কারও সাথে
শুভেচ্ছা জানিও আমার নতুন সুনীল আকাশকে।
আমরা যেন পাখা মেলে উড়ি নীল আকাশের বুকে আনন্দ সহকারে।
২৫/০৪/২০১৭
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর ঝর-ঝরে কবিতা।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো।
শুভকামনা রইল।