নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো কোন কারণ আছে
তাই আবার ফিরে এসেছি মানুষের বেশে
আঁধার তো নয় চিরকালের
আঁধার দূর হলো সূর্যের আলোক ছটায়।
যা ছিল আমার করনীয়
ভুলেছি আবার
তাই আবার যেতে হবে মরনের ছায়ায়।
মানুষ কি পেরেছি হতে,- এই বাংলায়
জন্ম যদি হয় আবার এই বাংলায়
বাঙালি করো আমায়
নির্দ্বিধায়।
২৪/০৪/২০১৭
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: জন্ম যদি হয় আবার এই বাংলায়
বাঙালি করো আমায়
নির্দ্বিধায়।
ভালো লাগলো।