নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
কত পথ দিতে হবে পারি
সামনে আমার নতুন পৃথিবী।
পেছনে পড়ে আছে আমার বাড়ি
সামনে আমার নতুন পৃথিবী।
কত পথ এলেম পিছনে ফেলে
কত আলো বিলিন হলো আঁধারে
কত আঁধার মিশে গেলো আলোতে।
পথের বুঝি নাইকো শেষ
মনে আমার শুধুই ক্লেশ।
২
পিতা,এবার তুমি এসো,সহায্য করো
পিতা,এবার তুমি এসো,হাতটি ধরো।
পিতা,এবার তুমি এসো,গল্প শোনাও-
সাহসের-
যুদ্ধ জয়ের।
৩
আমি বুঝি ভীতু,কাঁপছে হৃদয় আমার,-থরথরিয়ে
আমি বুঝি ভীতু,কাঁদছি আমি ঝরঝরিয়ে
সব হারাবার ভয়ে।
৪
পিতা,এবার তুমি এসো,হাতটি আমার ধরো, গভীর স্নেহে
পিতা, এবার তুমি এসো,নাও বুকে আমায় টেনে।
২৩/০৪/২০১৭
©somewhere in net ltd.