নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

যেভাবে ফুল ফোটে

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৮





যখন একাকীত্ব আসন পেতে বসে হৃদয়ের মাঝে
ঠিক তখন মন বলে পাশে যদি কেউ থাকতো !
এমন কেউ,-যে আমার কথা শুনবে
যার আলতো স্পর্শে শিহরণ জাগবে রোম কূপে।

কখন যে জ্যোৎস্নার আলো ভালবেসেছি জানাই হয়নি আমার
ফাঁকা ঘর,নিঃসঙ্গ রাত যেন কারও প্রতীক্ষায়।
উল্টে থাকা কবিতার বই,শুকনো রজনীগন্ধা ,কয়েলের ধোঁয়া
এক এক করে বলে যায়-
হ্যাঁ,কেউ একজন পাশে থাকা উচিত।

কনে দেখা আলো নয়
ছিলনা কোন প্রেমের পরিবেশ
যেমন ধর,হঠাৎ দেখা দুজনের এমন কিছুই নয়।
তবু কথা হয়
অতি সাধারণ কথা।

যেভাবে এগিয়ে চলে
বারবার কথার আদান প্রদান ,-উভয় পক্ষের অভিভাবকদের।
লগ্ন।মধুর লগ্ন।ওখানেই মিলন হয়,-চার চোখের
হাঁসি-কান্না,বিদায়,নতুনের মাঝে নিজেকে হারিয়ে ফেলে,পুনরায় ফিরে পেতে হয় নিজেকে।

কেন জানি নতুন নেশায় মেতে উঠে দুটি মন
তীব্র আকর্ষণে,-শরীরের আকর্ষণে।

বারবার মনে হয় তার কথা
বিরহ বুঝি শুধুই যন্ত্রণার।

একাকীত্ব প্রাণ ফিরে পায়
তীব্র যন্ত্রণায়,মন বলে-ভালবাসি,
পাশে থেকো চিরকাল।

১৮/০৪/২০১৭

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪২

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ অতঃপর হৃদয়।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪

এম এম রহমান টিয়া বলেছেন: নিদারুন

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৮

সুদীপ কুমার বলেছেন: সতত ভাললাগা।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৫

মুক্তমনা বাতাস বলেছেন: হুম।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

সুদীপ কুমার বলেছেন: মুক্ত বিহঙ্গ----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.