নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বাজার

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮

কোনদিন যে হাঁটেনি মিছিলের সাথে
অথচ তারও হৃদয় চায় প্রতিবাদ জানাতে।

কোন একদিন যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল
দেশ মাতৃকার ডাকে
খেয়ে না খেয়ে,জীবন বাজি রেখে
যুদ্ধ করেছিল মানুষরুপী ইবলিশদের বিরুদ্ধে
তারাও একদিন ঘুমিয়ে যায় এই দেশে।
তারপর একদিন ঘুম ভাঙ্গলে চেয়ে দেখে বদলে যাওয়া মাতৃভূমিকে
ছানিপড়া চোখে।

প্রতিবাদী অথর্ব হৃদয় আমার যেতে চায় মিছিলে
প্রতিবাদী অথর্ব দেহ আমার যেতে চায় রণাঙ্গনে।
তারপর এই শীর্ণ,জীর্ণ দেহ আর ছানি পড়া চোখে
স্বপ্ন খেলা করে,গড়বো একদিন অসাম্প্রদায়িক বাংলাদেশ।

বেশ,
আমি মানছি আমি কথা খুবই বেশী বলি
আমি মানছি আমি নিরাপদ দূরত্বে থেকে হই প্রতিবাদী।

পীচ ঢালা পথে চৈত্রের দাবদাহ মাঝে মিছিলে যারা যায়
আমি হয়তো তাদের জন্যে লিখলাম একখানি কবিতা
মহাকালের সময় চক্রে তলিয়ে যাওয়ার আগে
আমি সে লিখায় দেখতে পেলাম- এক স্বার্থান্বষী মানুষের মুখ।

ক্ষেত হতে উঠে এসে যারা গিয়েছিল লড়াইয়ের নিষ্ঠুর ময়দানে
কলেজের বই ফেলে যে ছাত্রটি গিয়েছিল মিছিলের অগ্রভাগে
মাকে ফেলে রেখে যে সন্তান যোগ দিয়েছিল যুদ্ধে
আমি,- এখন এক সুবিধাবাদী, তাদের নিলামে তুলি
চেতনার জম জমাট বাজারে।

১২/০৪/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৯

ধ্রুবক আলো বলেছেন: হুম, ভালো

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.