নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল শাপলা ফুটে থাকতো দীঘির জলে ,অসম্ভব সৌন্দর্য নিয়ে
তৃষ্ণার্ত রোদ ছুঁয়ে দিত উজ্জল বর্ণের ফুলগুলিকে
দীঘি,আহ লাল দীঘি,শৈশবের স্মৃতিতে ঘুমিয়ে আছে
একাকী,নীরবে।
ইস !আবার যদি ফিরে যেতাম শিশুকালে !
অপার বিস্ময় আর মায়ায় মাখানো শৈশবে !
প্রথম বার দীঘির জলে ভেসে থাকা
সাঁতার শিক্ষার আনন্দে আবেগে বিহ্বল হওয়া
বাবার বকুনি,মায়ের ডাক পিছনে ফেলে সাঁতরে যাওয়া
আহ হারানো শৈশব
দুরন্ত শৈশব।
কোথায় যেন কেটে গিয়েছে তাল,এই জীবনের
এই পৃথিবীর
বাবার পাশে শুয়ে শোনা রুপকথার দৈত্যদানো কোথায় যেন হারিয়ে গেলো,
হারিয়ে গেলো একসাথে,ইস আবার যদি আসতো ফিরে মায়ায় ভরা দিনগুলো
তবে যুদ্ধরত সত্যিকারের দানবগুলো
বন্দী হতো
শৈশবের অপার মায়ায়।
আহ লাল দীঘি
স্মৃতির শ্যাওলা জমা দীঘি
ডাকছে আমায়
অবিরত
অবিরত।
২৩/০৩/২০১৭
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৪
সিনবাদ জাহাজি বলেছেন: মনের কথাটা লিখছেন
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৭
সুদীপ কুমার বলেছেন: বেশ বলেছেন।
৩| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৪
সালমান মাহফুজ বলেছেন: ভালো প্রচেষ্টা ।
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৩
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন:
ইস আবার যদি আসতো ফিরে মায়ায় ভরা দিনগুলো
তবে যুদ্ধরত সত্যিকারের দানবগুলো
বন্দী হতো
সত্যিই মানুষের মাঝে শৈশবের সারল্যতাটা বড্ড দরকার।