নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ঘুমিওনা আর

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৮

(১)
মা আমার ভালবাসার সবটুকু কাজল পড়িয়ে দিয়েছিল দুই নয়নে
আর সেই হতে আমার নয়ন জুড়ে শুধুই ভালবাসা দেশের জন্যে
আমি নয়ন মেলে যেদিক পানে চাই,-সবুজ প্রান্তর
জনারণ্যে,-মানুষের ভিড়ে,খেলার মাঠে জয়ের শিহরণে
আমি খুঁজে পাই মাকে। আমার দুই নয়নে ভালবাসার কাজল।

(২)
তোমাকে সাবধান করছি আমি
তোমাকে চলে যেতে বলছি আমি
তুমি আমাদের উপযুক্ত নও
তোমার হৃদয়ে নেই ভালবাসা
তোমার হৃদয়ে নেই প্রেম
তুমি হারিয়েছো তোমার সত্ত্বাকে
তুমি আর মানুষ নও,তুমি এক ভয়ংকর দানব।

(৩)
আমরা খেলেছি একসাথে এই সবুজ শ্যামল প্রান্তরে,-শৈশবে
আমরা শুনেছি আযানের সুর একসাথে, -শৈশবে
আমরা শুনেছি খোল কর্তাল আর কীর্তনের সুর একসাথে,-শৈশবে
আমরা কেটেছি সাঁতার ওই তটিনীর বুকে একসাথে,-শৈশবে
আমরা গিয়েছি পৌষের মেলায়
আমরা গিয়েছি বৈশাখি মেলায়
আমরা জেনেছি আমরা বাঙালী,-একসাথে
একসাথে।
(৪)
কখন তোমার হৃদয়ে রোপিত হয়েছে হিংসার বীজ
আমি জানতে পারিনি
কখন তোমার হৃদয়ে রোপিত হয়েছে ধ্বংসের বীজ
আমি জানতে পারিনি।
আজ আমি শুনলাম
আজ আমি জানলাম
এখন তুমি আর মানুষ নও
এখন তুমি আর বাঙালী নও
এখন তোমার নয়ন জোড়ায় সুরমায় আঁকা ধর্মীয় হিংস্রতা।

(৫)
আমি এখনও আগের মতন
আমার কানে এখনও ভেসে আসে আযানের মধুর ধ্বনি
আমার কানে এখনও ভেসে আসে মন্দিরের ঘন্টার মোহনীয় ধ্বনি
আমি এখনও পৌষের মেলায় যাই
আমি এখনও বৈশাখী মেলায় যাই
আমি এখনও আগের মত আপাদমস্তক এক বাঙালী
তবে,
মায়ের চোখের জলে আবেগে আপ্লুত হই
মায়ের চোখের জল আমার হৃদয় মাঝে ক্রোধের সঞ্চার করে
আমার হৃদয়ে সাহস জোগায়।
(৬)
বন্ধু আমার, এ তোমার কেমন ঘুম
এবার না হয় চোখ মেলো
নবভোরের আলোয় বাংলার সবুজ শ্যামল প্রান্তর দেখো
দেখো সুনীল আকাশ
শোন পাখির সুমিষ্ট কন্ঠস্বর,
আমি জানি তুমি যদি একবার চোখ মেলে চাও
তবে মরুর হিংস্রতা স্পর্শ করবে না আমাদের।

(৭)
কারা যেন চুপিচুপি হিংসার ছুড়িতে শান দিয়ে চলেছে এই বাংলায়
আমি ভয়ংকর শ্বাপদের পদচারণার শব্দ শুনতে পাচ্ছি এই বাংলায়
আমি দেখেছি ইবলিশের ছায়া ম্লান জোছনার আলোয়,-এই বাংলায়।

(৮)
বন্ধু আমার,আর ঘুমিও না, এবার জাগো
জাগো বন্ধু জাগো
তোমার এই অকাল ঘুমের বিনিময়ে ঝরে পড়বে কত প্রাণ
জাগো বন্ধু জাগো।

১৭/০৩/২০১৭

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৬

অতঃপর হৃদয় বলেছেন: লিখে যান।

২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:০৮

ওমেরা বলেছেন: অতঃপর হৃদয় বলেছেন: লিখে যান -

৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.