নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুনন্দা সময়কে চলে যেতে দিওনা
আটকিয়ে রাখো,আমরা দু’জনে পারি আটকাতে
বসন্ত উৎসবের রঙ শুধু শরীরকে নয়,হৃদয়কেও রঞ্জিত করে,
সুনন্দা, যেওনা তুমি,যেওনা এই সময়ের উৎসব ছেড়ে।
তুমি চাও আমি অপেক্ষা করি তোমার জন্যে
আর দেখো আমি প্রতিদিন অপেক্ষা করি, তোমার পথের মাঝে দাঁড়িয়ে
হ্যাঁ সূর্য বড় নিষ্ঠুর আচরণ করে,বর্ষায় ভিজি,তবু অপেক্ষায় থাকি তোমার জন্যে।
সুনন্দা,সুনন্দা,সুনন্দা, আমাকে আর একটু সময় দাও
সময় দাও তোমাকে বুঝতে ,সময় দাও তোমাকে চিনতে।
আমার হাতের এই গোলাপ,টকটকে লাল রঙ যার ,-তোমার অপেক্ষায়
দোল উৎসবের আবির,-তোমার অপেক্ষায়।
সুনন্দা, এসো আটকিয়ে রাখি এই সুন্দর মুহূর্তগুলিকে
চলে যেতে নাই বা দিলাম ,
কান দিওনা তাদের কথায়,যাদের জীবন ভুগছে,-প্রেমের খরায়।
আমি এখন জানি,কখন বাতাস দোল খায় তোমার এলো কেশের গোছায়
আমি এখন জানি ,কখন তোমার নয়ন মাঝে আলো দোল খায়।
সুনন্দা,সুনন্দা,সুনন্দা,তুমি এসো,তুমি এসো রঙের উৎসবে
প্রেমের উৎসবে,ভালবাসার উৎসবে
হৃদয়কে রাঙাতে ,রাঙিয়ে দিতে।
সুনন্দা তুমি এসো,সুনন্দা তুমি এসো
সুনন্দা তুমি এসো,সুনন্দা তুমি এসো
তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে এক তৃষাতুর হৃদয়।
কতদিন পার হলো
কত আবির ফুরালো
দেখতে দেখতে পেরিয়ে গেলো দশটি বছর
একটি একটি করে।
দেয়ালে আয়নাটি ঝুলে আছে আগের মত
গোলাপটির রঙ আগের মতই উজ্জল আছে
আমি এখনও ওই পথে যাই
তুমি এখনও ওই পথে আসো
আমাদের শরীর বসন্ত উৎসবের রঙে রঙিন
সুনন্দা,আমার সুনন্দা ,আমাদের হৃদয়ের রঙ কোথায় ?
সুনন্দা, সময় কেন প্রতারণা করে
আমাদের সাথে।
১২/০৩/২০১৭
©somewhere in net ltd.