নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

দিন দিন প্রতিদিন

১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭




রাত শুধু ঘুমের জন্য নয় ।জাগিয়ে রাখে মানুষকে ।
রাতের বয়স বাড়ে আর লিপিকার পোষাক খুলতে থাকে তার স্বামী।
পাশাপাশি টিনশেডের বাসিন্দা, যারা নির্ঘুম রাত কাটায়,
কেন কাটায় তারাই জানে ,শোনে নিষিদ্ধ সংগীত-ছপ ছপ ছপ।
শুধু কি টিনশেডের অভিজ্ঞতায়, ইট-পাথরের আড়ালে এমন গান শোনা যায় কি?
হয়তো আছে ,হয়তো নেই ।
এক সময় রাত নিজেও ঘুমিয়ে পড়ে-গভীর ঘুমে
শুধু একটি ঝরাপাতা ,নিজেকে ভাসিয়ে রাখে বাতাসে ,
মনে তার সবুজ স্মৃতি, পৃথিবী তাকেও স্থান দেয় তার কোমল বুকে ।
শিশুটি ককিয়ে ওঠে ঘুমের মাঝে, হয়তো স্বপ্নে হানা দিয়েছে
না পাওয়ার বেদনা ।

দিন জেগে ওঠে কর্মব্যস্ততার মাঝে ।
রাত চলে যায় অতীতের গর্তে
লিপিকার দিন বয়ে নেয় ভাগাভাগির রান্নাঘর আর শিশুটির ক্রন্দন ।
অতঃপর ছোট্ট খুপরী-জানালা নেই
স্বপ্ন নেই।

রাত হামাগুড়ি দেয় অস্তগামী দিনের শরীর জুড়ে
রাতের শরীরে খেলা করে ব্যর্থ স্বপ্ন, আশাহীন আঁধার, আর এই জঞ্জালে
প্রজ্জলিত হয় আগুন-কামনার আগুন
আবার রাতকে নির্ঘুম রাখতে চায় ওই শব্দ-ছপ ছপ ছপ

আবার দিন,প্রখর খরতাপ, লজ্জাহীন
দ্বিধাহীন।

সমাধীর মাটিতে খরতাপের দীর্ঘশ্বাস

১০/০৩/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good

১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:২২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫২

খায়রুল আহসান বলেছেন: শুধু কি টিনশেডের অভিজ্ঞতায়, ইট-পাথরের আড়ালে এমন গান শোনা যায় কি? -- ব্যতিক্রমী ভাবনা।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৪

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়বার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.